পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় প্রতিবাদের সুর।প্রতিবারের মতো এবারেও শোনা যাচ্ছে সেই মানব দরদী সুর,তবে এবার তিনি সরব হলেন উত্তরবঙ্গের চাষ শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের দাবিতে।যার জন্য দীর্ঘদিনের লড়াই উত্তরবঙ্গের চা শ্রমিকদের। উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারের বাবুরহাট মাঠ থেকে গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন যে যেভাবে তিনি ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর জন্য আন্দোলনের করছেন, ঠিক তেমনি এবার থেকে তিনি চা শ্রমিকদের দাবি আদায়ের জন্য তিনি পাশে থাকবেন।
জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করবেন বলেও হুমকি দেন অভিষেক বন্দোপাধ্যায়। তবে সঙ্গে তিনি একা থাকবেন না থাকবেন পঞ্চাশ হাজার লোক।আট মাস আগেও তিনি উত্তরবঙ্গের সফরে এসেছিলেন যে সময় সেখানকার মানুষদের অনেক অসুবিধার কথা তিনি শুনে গিয়েছিলেন এবং তা সমাধানেরও চেষ্টা করেছেন। তার ফলস্বরূপ তাঁরা ধুপগুড়ি গ্রামীণ ব্লকে একটি খালের সংস্কার করেছেন, যাতে করে সেখানকার ৫১ টি বুথের বাসিন্দারা উপকৃত হবেন। এছাড়াও অন্যান্য সংস্কার মূলক কাজ করেছেন যাতে চাষে জলের কোনো রকম কষ্ট না হয় কৃষকদের। সেই সমস্ত সংস্কারের কাজ আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে তিনি বলেন।
পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ হিসেবে দেখেন না তিনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ হিসেবেই দেখেন। গত বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তেমন আশানুরুপ ফলাফল পায়নি তৃণমূল। কেন্দ্রের কাছে অভিযোগ জানাবেন চা শ্রমিকদের পি এফের জন্য। দু মাস সময়ের মধ্যেও যদি তা পূরণ না হয় তাহলে এর পরেরবার অর্থাৎ জুলাই মাসে তিনি আসবেন এবং প্রয়োজনে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।