এলেন চলেও গেলেন, আইপিএলের জার্নি ছিল মাত্র ১৯ দিনের। আমরা কথা বলছি ক্রিকেটার লিটন দাসের। যাকে কেকেআর মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল। তবে লিটন নিজেও আইপিএল খেলতে যথেষ্ট উৎসাহী ছিলেন। কলকাতা এসেছিলেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচের আগেই কিন্তু সেই গুজরাটের বিরুদ্ধে নামার একদিন আগেই দেশে ফিরতে হল লিটন দাসকে।
লিটনের দেশে ফিরে যাওয়ার বিষয়টা আকস্মিক ঘটনা যে কারণে তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। তবে এবার নানান মহলে প্রশ্ন উঠেছে তাঁর ফিরে আসাকে কেন্দ্র করে। আদৌ তিনি তাঁর বেতন বাবদ কত টাকা পাবেন তা স্পষ্ট নয়। আইপিএলের যা নিয়ম তা হল কোন ক্রিকেটার যদি তাঁর আইপিএল দলের সঙ্গে পুরো আইপিএলে নাও থাকতে পারেন তাহলে সে ক্ষেত্রে সেই ক্রিকেটারকে ফ্রাঞ্চাইছি সম্পূর্ণ বেতন দিতে বাধ্য নয়। সে ক্ষেত্রে যতগুলি ম্যাচ অর্থাৎ খেলা এবং না খেলা ম্যাচ মিলিয়ে বেতন দেয়া হবে।
সম্ভাব্য হিসাব বলছে কেকেআর লিটন দাস কে ১৪ টি ম্যাচ খেলার জন্য ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল, সে ক্ষেত্রে প্রতিটি ম্যাচ বাবদ তাঁকে সাড়ে ৩ লাখ টাকা পাওয়ার কথা। এখন অব্দি কেকেআর ৫টি ম্যাচ খেলেছে তাই ৫টি ম্যাচের জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা পাওয়ার কথা। যদিও এর থেকে কর বাবদ কিছু টাকা কাটবে। তাই সঠিক কত টাকা পেতে পারেন লিটন তা জানা সম্ভব নয় এটি শুধু অনুমান মাত্র।