শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeপ্রযুক্তিHDFC ব্যাঙ্কের নাম করে আসছে নানান ভুয়ো মেসেজ! সাবধান না হলেই বিপদ

HDFC ব্যাঙ্কের নাম করে আসছে নানান ভুয়ো মেসেজ! সাবধান না হলেই বিপদ

[ad_1]

যত দিন যাচ্ছে সাইবার প্রতারণার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে ইন্টারনেট ও টাকা পয়সার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়েই আরও বেশি করে সচেতন থাকা প্রয়োজন।

সাইবার সেলে প্রতিদিন ব্যাঙ্কিং বা ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত হাজারো জালিয়াতির অভিযোগ নথিভুক্ত হয়। এক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে ভারত জুড়ে অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ৪.৮ হাজারেরও বেশি ঘটনা ঘটেছে। আরও পড়ুন: UPI দিয়ে পেমেন্ট করেন? এই ৬টি বিষয়ে সব সময়ে সাবধান থাকুন

নতুন ফাঁদ!

সম্প্রতি এক নতুন ধরনের প্রতারণা এসেছে বাজারে। বিশেষত HDFC ব্যাঙ্কের গ্রাহকদের এই ফাঁদে ফেলছে প্রতারকরা। ফলে আপনিও যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন, তবে এই খবর আপনার জন্য।

HDFC ব্যাঙ্কের গ্রাহকদের, একেবারে ব্যাঙ্কের কায়দাতেই SMS লিখে পাঠাচ্ছে এই প্রতারকরা। তার মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে একটি লিঙ্ক। বলা হচ্ছে, ‘এই লিঙ্কে ক্লিক করে এখনই KYC আপডেট করে নিন।’ অনেকেই এটি ব্যাঙ্কের থেকে পাঠানো SMS ভেবে ক্লিক করছেন। আর তাতেই বড় কেলেঙ্কারির শিকার হচ্ছেন তাঁরা।

এই বিষয়ে HDFC-র এর গ্রাহক টুইটারে তাঁর কাছে আসা মেসেজের ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, তাঁর কাছে আসা মেসেজে লেখা, ‘HDFC গ্রাহক, আজ থেকে আপনার HDFC নেট ব্যাঙ্কিং স্থগিত করে দেওয়া হবে।

এই জাতীয় লিঙ্কে ক্লিক করলেই বড়সড় প্রতারণার ফাঁদে পড়বেন। কোনও ভুয়ো ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে দিলে সেখানে তারা আপনার সব বিষয়ে জেনে যাবে। আবার আপনার অজান্তেই ফোনে কোনও রিমোট অ্যাকসেস অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে। যেটি ব্যবহার করে আপনার UPI অ্যাপ থেকে শুরু করে OTP, সবকিছুরই তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।

গ্রাহকদের ফিশিং কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করেছে HDFC কর্তৃপক্ষও। তারা এই জাতীয় কোনও নম্বরে রিপ্লাই বা লিঙ্কে ক্লিক না করতে অনুরোধ করেছে। আরও পড়ুন:  Cyber crime: কেওয়াইসি আপডেট করার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, রাজস্থান থেকে ধৃত প্রতারক

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

[ad_2]

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments