শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতাভিন্নরাজ্যে আটকে পড়া ঘাটালবাসীকে করোনাকালে বাড়ি ফেরান দেব, ভোটদান করতে তাদের ফেরার...

ভিন্নরাজ্যে আটকে পড়া ঘাটালবাসীকে করোনাকালে বাড়ি ফেরান দেব, ভোটদান করতে তাদের ফেরার আহ্বান

ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, করোনা মহামারীর সময় ভিনরাজ্যে আটকে থাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অনেক বাসিন্দাকে বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছিলেন। সোমবার দাসপুরে নির্বাচনী সভা থেকে তিনি তাদের নির্বাচনে ভোটদান করতে বাড়ি ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এইদিন তিনি দাসপুর এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার করেন। এমনকি সভা শেষ করে ‘পান্তি পিসি’র বাড়িতে গিয়ে চা খান তিনি। আসলে পান্তি পিসি ২০২২ সালে সাংসদকে বাড়ি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

দেব বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে দাসপুরের অনেক ভাই, যারা বাইরে থাকতেন, আটকে ছিলেন। তখন আপনাদের সাংসদ পালিয়ে যায়নি। নেপাল থেকে মুম্বই, দক্ষিণ ভারত— যে যেখানে আটকে ছিলেন, তাদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছিলাম। দাসপুরে হাসপাতালে যখন প্রচুর চাপ, ঘাটালে আমার অফিসটাকে ব্যবহার করতে দিয়েছিলাম। অক্সিজেনের ব্যবস্থা করেছিলাম। খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তবে আপনার সাংসদ পালিয়ে যায়নি। তাই আপনাদের অনুরোধ করব, যাঁকে ইচ্ছা ভোট দিন, কিন্তু বাড়িতে আসুন। নিজের ভোটটা নিজে দিন। ভোটটা নষ্ট করবেন না… প্লিজ়!”

দেব সকলকে অনুরোধ করেন যে, এখনও যদি স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ কর্মসূত্রে বা অন্য কারণে বাইরে থাকেন, তবে তাদের পরিবারের সদস্যেরা যেন তাদের ভোট দিয়ে যেতে বলেন। এই নির্বাচনটা পাঁচ বছরে এক বার হয়। এবার সাংসদ হিসাবে নির্বাচিত হলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়িত করার প্রতিশ্রুতিও দেন দেব। তিনি বলেন, “কিছু কিছু নেতা তাদের স্বার্থের জন্য আমাদের ভাগ করে দিতে চাইছেন। যাকে ইচ্ছা আপনারা ভোট দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যদি ভগবানের নামে কেউ ভোট চাইতে আসেন, ধর্মের নামে যদি কেউ ভোট চাইতে আসেন, আমার দল হোক বা অন্য দল, আপনারা বলবেন, দরকার নেই, কারণ ধর্মের হাতটা যদি শক্ত করেন তা হলে জীবনে কোনও দিন স্কুল হবে না, কলেজ হবে না। পাড়ায় পাড়ায় শুধু মন্দির থাকবে, মসজিদ থাকবে। এটা আপনাদের বিচার করতে হবে, ভাবতে হবে। আপনারাই ঠিক করবেন কেমন ভবিষ্যৎ চাইছেন।’’ তৃণমূল প্রার্থী আরো বলেন, তার ২৫ মিনিটের বক্তব্যে কোথাও কাউকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেননি তিনি, বাকিটা মানুষ ভালো বুঝবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments