মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাআরও এগোল নিম্নচাপ, সতর্ক করল আবহাওয়া দফতর

আরও এগোল নিম্নচাপ, সতর্ক করল আবহাওয়া দফতর

গত বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন পাল্টে গেছে গভীর নিম্নচাপে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যদিও এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কোথাও আছড়ে পড়বে কিনা তা জানা যায়নি। তবে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে তা মালদ্বীপের দেওয়া নাম মিধিলি নামকরণ নিয়ে আসবে।

নিম্নচাপের ফলে বুধবার থেকেই বৃষ্টি হবার কথা ছিল কিন্তু ভাইফোঁটা দিন মানুষের মুখে হাসি ফুটিয়ে আকাশ ছিল ঝকঝকে। তবে ভাইফোঁটার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে গেছে অর্থাৎ নিম্নচাপের ফলে আবহাওয়া পাল্টে গেছে পুরোপুরি।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। নিম্নচাপটি ধীরে ধীরে উড়িষ্যা সহ বাংলাদেশ উপকূলের দিকে বয়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশে ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ ১৮ নভেম্বর স্থলেভাগে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়া সম্ভাবনা ভীষণই কম। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের মংলা এবং খেপুপাড়া উপকূলের মাঝামাঝি অঞ্চলে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের হাওয়া বইবে।

ইতিমধ্যেই বাংলাদেশসহ ভারতের উপকূলবর্তীয় এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য লাল সর্তকতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। মাঝ সমুদ্রে যে সমস্ত ট্রলার রয়েছে তাদের অবিলম্বে বন্দরে আসার জন্য নির্দেশ দিয়েছেন সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments