শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিদেশ৪০ দিন পরে চার শিশুর খোঁজ মিলল আমাজ়নের গভীর জঙ্গলে,বিমান ভেঙে পড়ার...

৪০ দিন পরে চার শিশুর খোঁজ মিলল আমাজ়নের গভীর জঙ্গলে,বিমান ভেঙে পড়ার পরেও প্রাণে বেঁচে যায়

দুর্ঘটনার পর ধরে নেওয়া হয়েছিল যাত্রীরা প্রায় সকলেই মারা গেছে কিন্তু সকলকে অবাক করে দিয়ে বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পর দেখা পাওয়া গেল যাত্রীদের। অ্যামাজনের গভীর জঙ্গলে বিমান দুর্ঘটনার কবলে পড়া উইটোটো জনজাতি সম্প্রদায়ভুক্ত চার শিশুর সন্ধান পাওয়া যায় দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার অন্তর্ভুক্ত amazon জঙ্গলে।

সম্প্রতি এই খবর টুইট করে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কলম্বিয়ার প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় আটকে পড়া চার শিশুর উদ্ধার কার্যের ঘটনাকে গোটা দেশের আনন্দ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে শিশু গুলির ছবি টুইট করে তিনি জানিয়েছেন কলম্বিয়ার সফলতার কথা। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, গভীর জঙ্গলে সামরিক পোশাক পরিহিত বেশ কয়েকজনের সঙ্গে বসে রয়েছে ওই শিশুগুলি। শিশু গুলির মধ্যে একজনের বয়স ১৩, একজনের বয়স ৯, একজনের বয়স ৪ এবং একজনের বয়স মাত্র ১ বছর।

গত ১ মে অ্যামাজনে জঙ্গলে ভেঙে পড়েছিল ছোট্ট যাত্রীবাহী বিমান সেসেনা ২০৬। ওই ছোট বিমানে ছিলেন চারজন শিশু, তাদের মা এবং দুজন পাইলট। বিমানটি জঙ্গলে ভেঙে পড়ার পর থেকেই শিশুগুলির দেখা পাওয়া যায়নি, তবে শিশুদের মা এবং দুই পাইলটের নিথর দেহ পাওয়া গিয়েছিল। অবশেষে কলম্বিয়ার সরকারি উদ্যোগে একটি হেলিকপ্টার পৌঁছে যায় ঘটনাস্থলে এবং উদ্ধার করে নিয়ে আসে ওই চারটি শিশুকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments