শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাক্রিকেটরিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ পর্নতারকা, কী ‘বিশেষ’ বার্তা দিলেন কেন্ড্রা

রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ পর্নতারকা, কী ‘বিশেষ’ বার্তা দিলেন কেন্ড্রা

রবিবার আইপিএলের নাইট রাইডার্সের খেলাটি চির স্মরণীয় হয়ে থাকবে সকলের মনে। খেলাটি ছিল আমেদাবাদে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে যেখানে ঝড় তুলে নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ। রাতারাতি ফ্রেমে চলে আসেন তিনি। তবে তার আগে জেনে নেওয়া দরকার কে এই রিঙ্কু সিংহ? ২০১৭ সালে প্রথমবার কিংস ইলেভেন পাঞ্জাব রিঙ্কুকে ১০ লক্ষ টাকায় কিনেছিল আইপিএলে কিন্তু টুর্নামেন্ট খেলার সুযোগ হয়নি। তারপরে ২০১৮ সালে কেকেআর তাকে ৮০ লক্ষ টাকায় কেনেন। সেই থেকে কেকেআরের দলেই থেকে গিয়েছে উত্তরপ্রদেশের পুত্র।

তবে বেশিরভাগ সময় তাঁকে ফিল্ডিংয়ে দেখা গিয়েছে কিন্তু গত রবিবার ম্যাচে যা ঘটলো তা অভূতপূর্ব এককথায় অনবদ্য। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ২৯ রানের ঝড়ো ব্যাটিং করে কোণঠাসা করে দেয় তাদের। বর্তমানে সকলের মনে রাজ করছেন রিঙ্কু সিংহ কারণ শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে তিনি এখন সকলের নয়নের মনি। তাঁর প্রশংসায় শাহরুখ খান থেকে শুরু করে বড় বড় ক্রিকেট তারকা, এমনকী বিদেশের মাটিতেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে রিংকু। সব থেকে নজরে পড়ার বিষয়টি হলো সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুকে অভিনন্দন জানিয়েছে কেন্ড্রা লাস্টের।

শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ার পেজে নিজের সঙ্গে রিংকুর একটি ছবিও পোস্ট করেন তিনি, যেখানে কেন্ড্রা লেখেন রিঙ্কু দা কিং যার বাংলা অর্থ হলো রিঙ্কুই রাজা। অবশ্য এই টুইট দেখে এক টুইটার ব্যবহারকারী কমেন্ট বক্সে লেখেন ভারতে এসে আইপিএল দেখে যাওয়ার জন্য। তার প্রত্যুত্তর দিতেও ভোলেন নি কেন্ড্রা, তিনি লিখেন নিশ্চয়ই মজা হবে। ভাগ্যের চাকা কার যে কখন বাজিমাত করে দেয় তা কেউ জানেনা, ঠিক যেমন জানতেন না রিঙ্কু সিংহ, নিজে রাতারাতি নায়ক হয়ে উঠবেন তিনি নিজেও ভাবতে পারেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments