শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনপাঁচ দিন পর ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা, এখনও চুপ রহমান

পাঁচ দিন পর ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা, এখনও চুপ রহমান

গত শুক্রবারে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত পিপ্পা মুক্তি পেয়েছে। এই সিনেমায় কারার ঐ লৌহ কপাট গানটি বিক্রিত করে পশ্চিমবঙ্গসহ সারা বাংলাদেশের মানুষের ক্ষোভের শিকার হয়েছে এ আর রহমান। বিগত কয়েকদিনে এই সংগীত পরিচালককে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগীত জগতের একাংশ।

সোমবার বিকেলে এই বিতর্কের কথা মাথায় রেখে ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়ে লেখেন, এই গানটি ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা ভীষণভাবে দুঃখিত। সিনেমার প্রযোজক পরিচালক এবং সংগীত পরিচালক নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় সত্য নেওয়ার পর তবেই এই গানটি কে তৈরি করেছিলাম।তিনি আরো বলেন, নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা কখনোই এই গানটিকে বিকৃত করতে চাইনি।

একদিকে যেমন সিনেমার প্রযোজক সিদ্ধান্ত রায় কাপুর ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তেমন অন্যদিকে কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণ বলেন, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এই মর্মে আমরা স্বত্ব দিয়েছিলাম।

তবে নির্মাতা এবং প্রযোজকদের কাছ থেকে এই বিষয় নিয়ে বিবৃতি পাওয়া গেলেও এখনো পর্যন্ত এ আর রহমানের তরফ থেকে কোন কথা শোনা যায়নি। ভবিষ্যতে তিনি এই বিষয় নিয়ে কোন কথা বলেন কিনা সেটাই এখন দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments