আর মাত্র এক মাস বাকি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। দুর্গাপূজার কথা মাথায় রেখে, শুরু হয়ে গেছে প্রশাসনিক প্রস্তুতি। ইতিমধ্যেই কলকাতা পৌরসভা বৈঠক সেরে ফেলেছেন কলকাতা পুলিশের সঙ্গে। বৈঠকে আলোচনা হয়েছে প্রতিমা নিরঞ্জনের বিষয়টি নিয়ে।
চলতি বছরে ২৪ অক্টোবর বিজয়া দশমী। প্রতিবছরের মতো এবারও দুদিন ধরে প্রতিমা বিসর্জন হবে কলকাতার বুকে। প্রতিমা বিসর্জন পর্বটিকে আরো মসৃণ করার জন্য এবারে কলকাতা বন্দর এবং পৌরসভা কর্তৃপক্ষ বেশ কিছু নতুন পদক্ষেপ নেবেন। বৈঠকে ঠিক করা হয়েছে, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় যতগুলি ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় সেই ঘাট গুলিকে তৈরি করার দায়িত্বে থাকবে কলকাতা পৌরসভা, অন্যদিকে জলপথে নজরদারি চালাবেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ।
গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, বাজেকদমতলা, খিদিরপুরের দই ঘাট সহ আরো বেশ কয়েকটি বড় বড় ঘাট গুলিতে সবথেকে বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে, তাই এই ঘাট গুলিতে সবথেকে বেশি নজরদারি থাকবে কলকাতা পৌরসভার।
বন্দর কর্তৃপক্ষের তরফে কলকাতা পৌরসভাকে জানানো হয়েছে, এবার প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গার নিরাপত্তা আরো বেশি জোরদার করা হবে। এই বছর কলকাতা পৌরসভার তরফ থেকে ৫০ লাইফবোট নামানো হবে কলকাতার গঙ্গায়।
কলকাতা দুর্গোৎসবের একটি বড় অংশ ঘিরে থাকে বিসর্জন পর্ব তাই উৎসব শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হয় উৎসব শেষের। প্রতিমা জলে পড়ার আগেই যাতে ক্রেন মারফত তা দ্রুত তুলে নেয়া যায় সেই বিষয়টিও নিশ্চিত করেছে কলকাতা পৌরসভা। প্রতিমা নির্মাণে ব্যবহার হওয়া বিভিন্ন পদার্থ থেকে যাতে কোনো ভাবে গঙ্গা দূষণ না হয় তাই প্রতিমা জলে ফেলা মাত্রই তা তুলে ফেলা হবে। এছাড়া বিসর্জনের কাজে কর্মরত কোন ব্যক্তির যাতে প্রাণহানির আশঙ্কা না থাকে সেই বিষয়টিও দেখবে পৌরসভা।