রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাঅশ্লীল ভিডিয়ো ফাঁসের অভিযোগে ফের গ্রেফতার দুই বিজেপি নেতা, অধরা প্রজ্বল, জানুন...

অশ্লীল ভিডিয়ো ফাঁসের অভিযোগে ফের গ্রেফতার দুই বিজেপি নেতা, অধরা প্রজ্বল, জানুন বিস্তারিত

আবারো গ্রেফতার হলেন দুই বিজেপি নেতা। জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার প্রপৌত্র তথা জনতা দল সেকুলারের সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্বল রেভান্নার যৌন কুকীর্তির ভিডিয়ো সংক্রান্ত মামলায় দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল তাদের নিজেদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা অশ্লীল ভিডিয়ো ফাঁস করেন এবং তা প্রচার করেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, যে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম যথাক্রমে চেতন এবং লিকিথ গৌড়া।

তদন্তকারী অফিসারেরা, চেতনকে ইয়েলগুন্ডা এবং লিকিথকে শ্রাবণবেলাগোলা এলাকা থেকে ধরেছেন। রবিবার সন্ধ্যাতেই ডাক্তারি পরীক্ষার পর ধৃতদের আদালতে হাজির করা হয়েছিল এবং বিচারক তাদের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। এর আগে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল, কর্নাটকের বিজেপি নেতা দেবরাজ গৌড়াকে এই মামলায় গ্রেফতার করেছিল। কর্নাটকের হাসন জেলার বিজেপি নেতা দেবরাজ, এপ্রিলের শেষদিকে প্রজ্বলের যৌন কুকীর্তির হাজার তিনেক ভিডিয়ো ভরা একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এনেছিলেন।

তিনি অভিযোগ করেছিলন যে, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ প্রজ্বল কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিয়ো বানিয়ে তা তুলে রাখতেন। প্রজ্বলকে মদত দিয়েছেন তার বাবা এইচডি রেভান্না। তাকে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ছেলের যৌন নির্যাতনে মদত দেওয়া এবং মহিলাদের অপহরণের অভিযোগ। যদিও এইচডি রেভান্নাকে গ্রেফতার করা হয়েছে, তবে প্রজ্বল এখনও ধরা পড়েননি। তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments