ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। রোজভ্যালি সংস্থা এক সময়ে বেশ কিছু বাংলা সিনেমা প্রযোজনা করেছিল। আর সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল।
গৌতমের সংস্থার প্রযোজনায় কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে সেইসময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁর থেকে তথ্য সংগ্রহ করেছিল ইডি। এরপর ঠিক পাঁচ বছর পরে ফের ঋতুপর্ণাকে তলব করলো ইডি। গত বৃহস্পতিবার ইডি সূত্রে জানা যায় যে, ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন। আগামী ৫ই জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। বুধবার ই-মেলে তাঁকে তলব করা হয়েছে।
এখন প্রশ্ন হলো কী কারণে তাঁকে তলব করা হয়েছে? সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রকাশ্যে এসেছে যে, গ্রেপ্তার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেন করেছেন। মূলত সেই বিষয়ে জানতেই অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। যদি ইডির এই নোটিসের বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। এই রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাদের ঘনিষ্ঠরা ধরা পড়েছেন।