মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাবাংলার মুকুটে নতুন পালক জুড়লো ইস্ট ওয়েস্ট মেট্রোরেল

বাংলার মুকুটে নতুন পালক জুড়লো ইস্ট ওয়েস্ট মেট্রোরেল

সায়ন নন্দী, কলকাতা : সারা দেশ যখন বাংলার দুর্নীতি কে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত এবং সেই তীরে বাংলার বেহাল দশা। বাংলার মুকুটে নতুন পালক যুক্ত করলো ইস্ট ওয়েস্ট মেট্রোরেল। গঙ্গা বক্ষের নীচ দিয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে গঙ্গার বুক চিড়েই বইবে মেট্রোরেল। যার ট্রায়াল ও সুসম্পন হলো সাফল্যের সাথে। দীর্ঘ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য ও কেন্দ্রের যুগলবন্দী তে এই অসম্ভব সম্ভবপর হয়ে উঠলো।

তবে মেট্রোর প্রথম ট্রায়াল সফল ভাবে হলেও , মেট্রোর আনুষ্টানিক উদ্বোধন অনুষ্টান কেন্দ্রীয় সরকার দ্বারাই অনুষ্টিত হবে। তবে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী উপস্হিত হবেন নাকি , সেখানেও তিনি গরহাজির থাকবেন , সে নিয়ে থাকছে প্রশ্নচিহ্ন। তিনি সেখানে হাজির থাকলেও , আবারো জয় শ্রী রাম ধ্বনি দিয়ে তাকে উতক্ত্য করা হবে কিনা তাই নিয়েও থাকছে আশঙ্কার মেঘ। রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ র আসার কথা শোনা যাচ্ছে যদিও। তাতেও যে দিল্লী এবং বঙ্গের দূরত্ব মিটে যাবে তা নয়।

মেট্রো প্রকল্পে রাজ্য এবং কেন্দ্রের হাতে হাত এবং কাধে কাধ মিলিয়ে কাজ করবার পরেও , কূটনৈতিক সম্পর্কের উন্নতি যে এখনো হয়নি তা পরিস্কার এবং পঞ্চায়েত ভোটের আগেই মেট্রোর সফল ট্রায়াল এবং তৃনমূলের জাতীয় দলের তকমা হারানো , যে কোন পক্ষের কতটা অ্যাডভান্টেজ তা সময় ই বলবে। এখন মেট্রোর আনুষ্টানিক উদ্বোধনের অপেক্ষা শুধু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments