চুরি হয়ে গেল প্যারিস অলিম্পিক্স এর নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সমস্ত পরিকল্পনা। এক প্রযুক্তিবিদের ব্যাগে ছিল একটি কম্পিউটার এবং দুটি ইউএসবি মেমরি। ট্রেন থেকে চুরি হয়ে গেল সেই মূল্যবান ব্যাগটি। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে অলিম্পিকসের নিরাপত্তা নিয়ে।
এই ঘটনায় প্যারিস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার সন্ধ্যা বেলায় প্যারিসের একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটু ট্রেন থেকে চুরি হয়ে গেছে আগামী অলিম্পিকসে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত পরিকল্পনার নকশা। যে ব্যক্তির কাছে সেই ব্যক্তি ছিল তিনি নিজের আসনে বসেছিলেন এবং ব্যাগটি রেখেছিলেন মালপত্র রাখার জায়গায়।
তিনি যে ট্রেনটিতে উঠেছিলেন সেটি নির্দিষ্ট সময়ের অনেক পরে ছাড়বে জানার পর তিনি অন্য ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য ট্রেনে যাবার সময় ব্যাগটি নিতে গিয়ে তিনি দেখেন সেটি যথাস্থানে নেই। এই ঘটনা ঘটার পরেই তিনি অভিযোগ দায়ের করেন নিকটবর্তী থানায়। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফ্রান্সের আঞ্চলিক পরিবহন পুলিশ বিভাগ।
জানা গেছে, প্যারিস অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি উন্নত করার জন্য এই পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল। ফ্রান্সের দুই হাজার পুলিশ আধিকারিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন এই বছর। মোতায়েন করা হবে ৩৫,০০০ নিরাপত্তা কর্মীকে। সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেই কম্পিউটারটাই চুরি হয়ে গেল অবশেষে। যদিও এই কম্পিউটারটি উদ্ধার করার ব্যাপারে বেশ আশাবাদী প্যারিসের পুলিশ আধিকারিকরা।