দক্ষিণ ২৪ পরগণা : গত রবিবার, ১৬ মার্চ, দক্ষিণ ২৪ পরগণা জেলার লক্ষ্মীকান্তপুরে নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র ইভিনিং কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রাক্তনিকা সোসাইটি ও নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের যৌথ উদ্যোগে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে খাতা, কলম, বই ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ।
এই কলেজের প্রাক্তন ছাত্র শুভম দাস জানান, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন কোনভাবেই পিছিয়ে না পড়ে। ঋষি বঙ্কিম চন্দ্র ইভিনিং কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রাক্তনিকা র এই উদ্যোগের মাধ্যমে এতদঅঞ্চলের শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে এবং সমাজে শিক্ষার মান উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি নৈহাটি নবপ্রজন্ম স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানান ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পরা শিক্ষার্থীদের বই, খাতা, কলম, স্কুল ব্যাগ, ইউনিফর্মসহ শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করা। আমরা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম। সেখানেও দেখেছি অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তক থাকলেও অনেক শিক্ষা উপকরণ নেই। তারা স্কুল-কলেজে নিয়মিত আসতে পারতো না। এ থেকেই আমরা কলেজের প্রাক্তন কয়েকজন ছাত্র বন্ধু ও সদস্য হিসেবে কাজটি করছি। সকলের সহযোগিতায় এ কাজটি আরও ছড়িয়ে দিতে চাই। সংস্থার পক্ষ থেকে কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক অধ্যাপিকাদের এই কর্মসূচিতে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানানো হয়েছে উভয় সংগঠনের পক্ষ থেকে।