চলতি বছরে বলিউডে একাধিক ব্লকবাস্টার সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত “দ্যা কেরালা স্টোরি” রয়েছে, যাকে ঘিরে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। বক্স অফিসে সিনেমাটি ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। অনেকেই মনে করেছিলেন আর পাঁচটা সিনেমার মতো এই সিনেমাটিও বক্স অফিসে মুক্তি পাবার কিছু মাসের মধ্যেই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে।
কিন্তু বাস্তবে অন্য কথা বলছে। এই সিনেমাটি নিয়ে ওটিটি প্লাটফর্ম গুলির কোন বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে না। গত ৫ মে সারা দেশে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি তারপর দুমাস অতিক্রম হয়ে গেলেও সিনেমাটি কবে ডিজিটাল প্লাটফর্মে আসবে তা নিয়ে নির্মাতাদের তরফ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি।
সিনেমাটি নাকি ইতিমধ্যেই একটি ডিজিটাল প্লাটফর্মে বিক্রি হয়ে গেছে কিন্তু এই বক্তব্য অস্বীকার করে সিনেমার পরিচালক বলেন, আমরা আমাদের সিনেমার জন্য এখনো কোনো যোগ্য ওটিটি প্ল্যাটফর্ম পাইনি। এখনো কোন প্রথম শাড়ির ওটিটি প্লাটফর্মের তরফ থেকে আমাদের কাছে কোন প্রস্তাব আসেনি তাই আমরাও এগোতে পারছি না।
কিন্তু কেন ওটিটিতে আসছে না এই সিনেমাটি? এই প্রসঙ্গে সুদীপ্ত বলেন, ছবির বক্স অফিসের পরিসংখ্যানে হয়তো ইন্ডাস্ট্রির একাংশ খুশি নন তাই দল বেধে আমাদের শাস্তি দিতে চাইছেন। দেখা যাক কবে এই সিনেমাটি ওটিটি প্লাটফর্মে জায়গা করে নিতে পারে।