রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনরণবীরের হাত ধরে অম্বানীদের অনুষ্ঠানে দীপিকা, কাকে দেখে বললেন, ‘তোমার জন্য মরতে...

রণবীরের হাত ধরে অম্বানীদের অনুষ্ঠানে দীপিকা, কাকে দেখে বললেন, ‘তোমার জন্য মরতে পারি’

নীতা আম্বানির সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদেরহাট। গত শুক্রবারই যেখানে উপস্থিত ছিলেন গোটা বলিউড সহ সুপার মডেল জিজি হাদিদ মেসি উইলিয়ামস টম হল্যান্ডের মত হলিউড তারকারাও। ঘরোয়া অনুষ্ঠান হলেও অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ এবং নীতা আম্বানির যেকোনো অনুষ্ঠানে তাবড়-তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতি বাঞ্ছনীয় এবারও তার অন্যথা হলো না। অনুষ্ঠানে যেখানে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোন এবং রণবীর সিংকেও।

সম্প্রতি তাদের নিয়ে গুঞ্জন উঠেছিল তাদের সম্পর্কের ফাটল ধরা নিয়ে কিন্তু এদিন অনুষ্ঠানে একে অপরের হাতে হাত রেখেই অনুষ্ঠান কক্ষে প্রবেশ করতে দেখা গেল।শুধু তাই নয় আলোকচিত্রীদের কাছে বিভিন্ন পোজও দিচ্ছিলেন তাঁরা। বলা যায় এই তারকা জুটিকে চেনা ছন্দে পেয়েছে আবার মানুষ কিন্তু এর পরে যা করলেন দীপিকা তা অভাবনীয়। বলিউড মাস্তানির এহেনো আচরণ দেখে সকলেই হতবাক। বলিউড বাদশা শাহরুখ খানকে দেখে তাঁর হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। বাদশার সমস্ত ভক্তদের মতো তিনিও যে বাদশার অন্যতম বিশেষ ভক্ত সে কথা বলাই বাহুল্য। এছাড়াও সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান যার পরনে ভি গলা শার্ট এবং কালো স্যুট। কালো স্যুটের গা জুড়ে চকচকে স্ট্রাইপ।

প্রতিবারের মতো এবারও চোখ ফেরানো যাচ্ছিল না শাহরুখ খানের দিক থেকে। তাঁর প্রিয় রং কালো, তাই কোন বিশেষ অনুষ্ঠানে তিনি কালো রংকেই বেছে নেন বলে জানিয়েছেন। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর অনুরাগীদের প্রশংসায় কমেন্ট বক্স উপচে গিয়েছে। এমনকি সেই ছবিতে দীপিকা পাডুকোন লিখেছেন মরতেও পারি যে কমেন্টস কে ঘিরে ইতিমধ্যেই সোরগোল পড়ে গিয়েছে। মাহিরা খান যিনি শাহরুখ খানের সহ অভিনেত্রী তিনিও কমেন্টস করেন সেই পোস্টে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments