মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাজনগনের পাশে নিস্বার্থ ভাবে দাড়াচ্ছেন দেবাশীষ ব্যানার্জী

জনগনের পাশে নিস্বার্থ ভাবে দাড়াচ্ছেন দেবাশীষ ব্যানার্জী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা

বর্তমানে বাংলার বুকে বিভিন্ন ধরনের মানুষ দের প্রকৃত রুপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এত বিভিন্নতার মাঝেও কিছু মানুষ শুধু পেশা নয় , তার সাথে দেশ সেবা কে একটি নেশা তে পরিনত করেছেন। তাদের মধ্যে একজন দেবাশীষ ব্যানার্জী। কে এই দেবাশীষ ব্যানার্জী ? ইনি হলেন সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজের alumi association এর সম্পাদক এবং লিগ্যাল অ্যাডভাইসার।

তবে তার পরিচিতি এখানেই শেষ হচ্ছে নয়। মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন তিনি। শিয়ালদহ চত্বরে অসহায় মানুষদের আর্থিক ভাবে সাহায্য থেকে শিক্ষা গ্রহন এর ব্যবস্হা করে দেওয়া এবং নতুন যুবসমাজের কর্মস্হলের ব্যবস্হা করে দেওয়া । সমস্ত অসুবিধা তে জনগনের জনহৈতিষি কাজে পাওয়া যায় এই মানুষটিকে।

করোনাকালীন সময়তেও , ভ্যাক্সিন এর সরকারি মাধ্যমে সু বন্দোবস্ত করে দেওয়া থেকে প্রয়োজনীয় ঔষধী প্রদান করে গিয়েছেন নিরন্তর। বাংলার বুকে এহেন স্হপতি দের আগমন যেন যুগ যুগান্তরে চলতে থাকে। সেই প্রত্যাশা থাকবে সকলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments