ফের বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ। আর মাত্র কয়েকদিনের মধ্যেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড়। এরপর তা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসতে পারে বলে খবর। এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হলে তার নাম হবে ‘দানা’। এই নামটি রেখেছে কাতার। ঘূর্ণিঝড়ের ফলে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উপকূলের কাছে সমুদ্রে। হাওয়া অফিসের তরফে ঘূর্ণিঝড় নিয়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। জানা গেছে যে, সোমবার সকালেই উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে, যা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরে আরো ঘনীভূত হবে এবং চলতি বছরের ২২শে অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
এরপর নিম্নচাপ তার শক্তি বৃদ্ধি করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি বছরের ২৩শে অক্টোবর বুধবার, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ক্রমে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার ২৪শে অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপ পরিস্থিতির কারণে আগামী ২০ থেকে ২৩শে অক্টোবর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে, আগামী বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
ওই সময়ে উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে হাওয়া অফিসের তরফ থেকে আগামী ২১ থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে এবং ২৬শে অক্টোবর সকাল পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সতর্কতা নেই বলেই জানা গেছে, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বৃহস্পতিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তিন জেলা যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি ছাড়া আর কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি হওয়া অফিসের তরফ থেকে।