সায়ন নন্দী, কলকাতা : হালফিলের জমানায় , বামেদের আলোচনার কেন্দ্রবিন্দু থেকে আলোকবর্ষ দুরে অবস্হান নিয়ে বামেরা কী আদেও চিন্তিত ? নচেৎ প্রেসিডেন্সি কলেজের বাম ছাত্র সংগঠন এসএফআই এর ফ্যাশান শো কে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে । তা নিয়ে ভুল স্বীকার করে নিলেন বাম ছাত্র নেতা ময়ূখ ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত , প্রেসিডেন্সি কলেজে বামেদের উদ্যোগে হওয়া এক ফ্যাশান শো কে কেন্দ্র করে। যার থিম হিসেবে রাখা হয়েছে ‘ ওভার থ্রো ফ্যাসিজম’ । যদিও অতিরঞ্জিত বাম ছাত্ররা এর কেতাবি নাম রেখেছেন ‘ ওত কুতুর ‘।
প্রশ্নটা সৃষ্টি হচ্ছে , এখানেই বাম ছাত্র সংগঠেনর আদৌ কি কোনো ফ্যাশান শো করা তাদের নীতি আদর্শের সাথে সামঞ্জস্য রাখে। তারসাথে যে কেতাবি নাম রাখা হয়েছে ‘ ওত কুতুর ‘ , এটি একটি ফরাসি শব্দ। যার বাংলা তর্জমা হলো দামি পোশাক। প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন এসএফআই এর সাফাই যদিও এটি কোনো ফ্যাশান শো নয়, এটি থিম ওয়াক। তবে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় একটাই , সর্বহারার দলের এহেন দামি পোশাকের থিম ওয়াক , তাদের দলের ইস্তেহারের সাথে কতটা যুক্তিযুক্ত ? তাছাড়া ও ফ্যাশান শো এবং বাম ছাত্র সংগঠন এসএফআই এর নাম পাশাপাশি যেন অনেকটাই ৭০ দশকের কংগ্রেসের করা অত্যাচারের কথা ভুলে তাদের সাথেই জোট করার মতো যুক্তি এবং নীতিহীন শোনাচ্ছে।
বাম ছাত্রসমাজ নিজেদের প্রগতীশীল এবং দূরদর্শী হিসেবে পরিচয় দিলেও, তাদের এহেন কর্মকান্ড তে বাম ছাত্র নেতা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ফ্যাশান শো এর পোস্টারে তাদের কেতাবি শব্দ ‘ ওত কুতুর ‘ এর ব্যবহার মোটেও যুক্তিযুক্ত হয়নি। বাম ছাত্রনেতার ছাঁচে , বামেদের উচ্চ নেতৃত্বের ও এই দাবদাহেও বাস্তববাদি চিন্তাধারা ফিরুক , সেই দিকেই তাকিয়ে রাজ্য।