শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeকলকাতাপ্রেমের ফাঁদে পড়ে বিহারে বন্দি সাত দিন, হুগলি ছাত্রীকে উদ্ধার চন্দননগর পুলিশের

প্রেমের ফাঁদে পড়ে বিহারে বন্দি সাত দিন, হুগলি ছাত্রীকে উদ্ধার চন্দননগর পুলিশের

কথাতেই আছে মানুষ প্রেমে পড়লে সবকিছুই করতে পারে। তেমনি একজন ছাত্রীকে বিহার থেকে উদ্ধার করে নিয়ে এলো চন্দনগর পুলিশ। স্কুলের অনুষ্ঠানে যাবে বলে মামার বাড়ি থেকে গত ১২ সেপ্টেম্বর বেরিয়েছিল ওই ছাত্রী। কিন্তু তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ওই মেয়েটির বাবা-মাকে নিয়ে এখন জীবিত নেই। চুঁচুড়ার একটি ইংলিশ মাধ্যম স্কুলে পড়াশোনা করে সে। মামার বাড়ি থেকেই বোর্ডের পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। গত ১২ সেপ্টেম্বর সকাল নটায় মামার বাড়ি থেকে সে বলে বেরোয় স্কুলের দিকে যাচ্ছে।

সময় মত ভাগ্নি বাড়ি না ফেরায় মামা পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেদিন দিদার থেকে ১০০ টাকা নিয়েছিল ওই ছাত্রী। অন্যদিন পুলকারে যাতায়াত করলেও সেদিন সে বলেছিল সেই টোটো করে যাবে। খোঁজাখুঁজি শুরু করার পর জানা যায় মোবাইল বন্ধ করে রেখেছে সে।

তদন্ত থেকে জানা গিয়েছে, নালন্দায় এক যুবকের সঙ্গে সমাজের মাধ্যমে আলাপ হয় ওই ছাত্রীর। ফোনেও নাকি কথা হতো তাদের মধ্যে। সন্দেহ হওয়ায় বিশেষ তদন্তকারী দল বিহারের দিকে রওনা হয়। এরপরই জানা যায় নালন্দার একটি বাড়ির মধ্যে তাকে আটকে রাখা হয়েছে।

সোমবার বিহার থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে আনে পুলিশ। তবে যুবকটির কোনও খোঁজ পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে মঙ্গলবার চন্দনগর আদালতে তোলা হবে, ওই ছাত্রীকে। পুলিশের তৎপরতা এবং সহযোগিতায় খুশি মেয়ের মামা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments