মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশ‘একটি কিনলে একটি ফ্রি’, খাবারের বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ৯০০০০ টাকা খোয়ালেন মহিলা

‘একটি কিনলে একটি ফ্রি’, খাবারের বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ৯০০০০ টাকা খোয়ালেন মহিলা

দেশে এই সাইবার ক্রাইমের দাপট ক্রমশ বেড়েই চলেছে। ঘটনাটি দক্ষিণ দিল্লির, মহিলার নাম সবিতা শর্মা, যিনি একজন ব্যাংকে শীর্ষ পদে কর্মরতা।শিক্ষিত স্মার্ট একজন মহিলাও যে এমন ফাঁদে পড়ে যেতে পারেন তা অবাক করার মতো। এত সোশ্যাল মিডিয়ায় মানুষকে সতর্ক থাকতে বলেও মানুষ কী আদৌ সতর্কতা অবলম্বন করছেন সেই বিষয়েই উঠছে একটি বড় প্রশ্ন।
এই মহিলাও শেষ পর্যন্ত এই ফাঁদে পা দিলেন।

সবিতা দেবী জানান তাঁর বন্ধুর ফেসবুকে তিনি একটি খাবারের বিজ্ঞাপন দেখেন যেখানে একটি থালির সঙ্গে আরও একটি খালি সম্পূর্ণ বিনামূল্যের অফার ছিল। সাথে একটি ফোন নাম্বারও দেওয়া ছিল, তিনি ওই নম্বরে ফোন করলে সেই মুহূর্তে কেউ ফোন রিসিভ না করলেও কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার ফোনে এটি ফোন আসে এবং তাঁকে জানানো হয় অফারটি পেতে গেলে তাঁকে একটি লিংক পাঠানো হবে, সেই লিংক থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই কথামতো সবিতা শর্মা এই অ্যাপ ডাউনলোডও করেন এবং ডাউনলোড করে ওই অ্যাপে ঢুকবার সময় আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় কারণ নিজেকে ওই অ্যাপে রেজিস্টার করা প্রয়োজন বলেই জানানো হয়েছিল তাঁকে।

বলে দেওয়া কথা মত তিনি অ্যাপে প্রবেশ করলেই প্রথমে তাঁর একাউন্ট থেকে ৪০ হাজার টাকা উধাও হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আরো ৫০ হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ আসে তাঁর ফোনে। টাকাগুলো প্রথমে ক্রেডিট কার্ড থেকে তোলা হলেও সেই টাকা ঢোকে পেটিএম একাউন্টে, পরবর্তী ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়া হয় বলেই অভিযোগ সবিতা শর্মার। দিনে দিনে এ যেন এক মারণ ফাঁদ হয়ে উঠেছে মানুষের জন্য। ভীষণ সতর্কভাবে পা ফেলতে হবে আমাদের প্রতিটা মুহূর্তে তা না হলেই একটু অসতর্ক হলেই এই ফাঁদে পড়ে যেতে পারে আমরা সকলেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments