রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাছন্দে ফেরার চেষ্টায় বর্ধমান স্টেশন, সঙ্গী হল আতঙ্ক

ছন্দে ফেরার চেষ্টায় বর্ধমান স্টেশন, সঙ্গী হল আতঙ্ক

চলতি বছরের ১৩ই ডিসেম্বর বুধবার বর্ধমান স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝের শতাধিক বছরের পুরনো লোহার জলের ট্যাঙ্ক হুড়মুড় করে ভেঙে পড়ে। ঘটনার জেরে বর্ধমান স্টেশনে ট্রেন চলাচল বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয়। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে একটি দুটি করে ট্রেন চালানো হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম দিয়ে লোকাল, মেল এবং এক্সপ্রেস প্রভৃতি সব ট্রেনই চলাচল করছে। এর ফলে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

বুধবার বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আহত ৩৯ জন ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার তাপসকুমার ঘোষ জানান বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় মৃত মফিজা খাতুনের স্বামী আব্দুল মফিজ শেখ, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফআইআর দায়ের করেছেন। মেমারির বাসিন্দা আব্দুলের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি।

ট্যাঙ্কের আশপাশে সবুজ চটের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এমনকি দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকা বেরোনোর চলমান সিঁড়িটি বন্ধ রাখা হয়েছে। নির্মাণকর্মী রানা শেঠ বলেন, ‘‘দুর্ঘটনার পরেও রেল প্রশাসনের কোনও হেলদোল নেই। এখনও যে ভাবে ভেঙে পড়া জলের ট্যাঙ্কের কাঠামো দাঁড়িয়ে আছে, তাতে ভয় হচ্ছে আবার না ভেঙে পড়ে!’’ ট্রেনযাত্রী সমরেশ মজুমদার বলেন, ‘‘তিন বছর আগে স্টেশনের প্রবেশপথের উপরের ঝুল বারান্দা ভেঙে পড়েছিল। তার পরেও রেল প্রশাসন চূড়ান্ত উদাসীন। বুধবারের দুর্ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। আসলে, সরকারি চাকরিজীবী রেলকর্মীদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনও দাম নেই। কোনও রকমে জোড়াতালি দিয়ে দাঁড় করিয়ে দিলেই হল।’’

বর্ধমান স্টেশন দিয়ে নিত্য যাতায়াত করেন বহু মানুষ। তাদের বক্তব্য, ‘‘নিরাপত্তা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য কোনো কিছুরই বালাই নেই। রেল কেবল বহিরাঙ্গের উন্নতিতেই তৎপর। যাতে এক ঝলকে স্টেশন দেখে চোখ ধাঁধিয়ে যায় মানুষের। অথচ ভিতরে জলের ট্যাঙ্ক সংস্কারের অভাবে ভেঙে পড়ছে। তাতে যাত্রীদের মৃত্যু হচ্ছে!” এখন প্রশ্ন উঠছে রেলের গাফিলতি নিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments