সায়ন নন্দী, কলকাতা : দুর্নীতি তে জেমস বন্ডের সিনেমা কেও হার মানাতে পারে , পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি কান্ড। সেই দুর্নীতি তে নাম জড়াতে পারে এবার কামারহাটি পৌরসভার। শান্তনুর ফোন থেকে পাওয়া প্রোমোটার অয়ন শীলের সোনার খনির হদিশ পায় ইডি। তারপরেই গ্রেফতার করা হয় অয়ন শীল কে এবং তল্লাশী চালানো হয় অয়ন শীলের ফ্ল্যাট এবং অফিসে।
অয়ন শীলের ফ্ল্যাট এবং অফিস থেকে উদ্ধার হওয়া নথি থেকেই জানতে পারা যায় , শুধু শিক্ষাক্ষেত্রে নয় , সরকারী বিভিন্ন চাকরী তেই আছে নিয়োগে দুর্নীতির জাল। প্রায় ৬০ টি পৌরসভার নিয়োগে দুর্নীতি চক্র বহাল তবিয়তে চলেছে বলে জানা যাচ্ছে। যেখানে নাম এসেছে কামারহাটি পৌরসভার ও। শুধু তৃনমূল আমলেই নয়। ইঙ্গিতপূর্ন ভাবে দেখা যাচ্ছে অয়ন শীলের চাকরী বিক্রির কারবার চলে আসছে বাম আমল থেকেই।
উচ্চমাধ্যমিক পরীক্ষা তে পাশ না করে চাকরী পাওয়া থেকে চিরকুটে চাকরী পাওয়ার ইতিহাস।কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসতে পারেই এই ইডির তদন্ত শুরু হলে। জেমস বন্ডের সিনেমা কেও হার মানাতে পারার মতো সিনেমার গল্প বুনছে পশ্চিমবঙ্গ সাথে জড়িয়ে পড়ছে কামারহাটি র নাম। নিয়োগে দুর্নীতির জালে শুধুই শাসক নাকি তাদের সাথে বিরোধীদের ও নাম জড়ায় কিনা সেটাই দেখার।