রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeদেশকেন্দ্রে আসবে বিজেপি, লাল কেল্লা থেকে সেই বার্তা দিয়ে গেলেন মোদী

কেন্দ্রে আসবে বিজেপি, লাল কেল্লা থেকে সেই বার্তা দিয়ে গেলেন মোদী

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় দাঁড়িয়ে যে ভাষণ দিলেন তাতে এক অন্য চিত্র সামনে এলো। আগামী লোকসভা নির্বাচনে ফের তিনি ক্ষমতায় আসতে চলেছেন তারই ইঙ্গিত দিলেন তিনি। কেন্দ্রে পুনরায় সরকার গড়ে নজির গড়বে বিজেপি। এমনটাই বক্তব্য উঠে এলো তাঁর গলায়। ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রতিবারের মতোই এদিনও তিনি অংশগ্রহণ করতে ভোলেননি। পরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন যেখানে তিনি বলেন তিনিই প্রধানমন্ত্রী পদে আবার বসবেন এবং সরকার করবেন।

গত ১০ বছর ধরে তাঁর সরকারের সাফল্যের কাহিনী শোনালেন গোটা দেশবাসীকে। অতি মারির আবহে তার সরকারের ভূমিকাও অর্থনীতি নিয়ে কথা বলেন।দেশবাসীকে টীকাকরণের কথাও বলেন তিনি। সে তুলনায় বরণ কংগ্রেসের ব্যর্থতা নিয়ে কিছুই বলেননি। কীভাবে ভারত একের পর এক বিশ্বের সামনে দৃষ্টান্ত তৈরি করছে সেই সমস্ত কিছুই তাঁর এদিন বক্তব্য উঠে এলো। ১০ বছর আগে ভারতের অর্থনীতির যে হাল ছিল সেই দুর্দশা কিভাবে কাটিয়ে বিশ্বের দরবারে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে সে কথা স্পষ্ট করলেন তিনি। আরো বলেন খুব শীঘ্রই ভারত বিশ্বের দরবারে তৃতীয় স্থান অধিকার করবে।

এদিন মূল আকর্ষণের বিষয় ছিল তার বিশ্বকর্মা যোজনা প্রকল্প, যা চালু করতে চলেছেন তিনি বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে। আগামী মাসেই তার শুভারম্ভ হবে। তাঁর দেড় ঘন্টার ভাষনে ভারতের অগ্রগতির কথাই তিনি বলে গিয়েছেন এবং তাতে তাঁর বিজেপি সরকারের ভূমিকা কতটা তাও ব্যক্ত করেছেন সকলের কাছে। বিরোধীরাদের মতে স্বাধীনতা দিবসকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন। গত বৃহস্পতিবার লোকসভায় তার প্রথম ইনিংস শুরু হয়েছিল। লালকেল্লায় তিনি তাঁর দ্বিতীয় ইনিংস খেললেন। তাঁকে নিয়ে সরব হয়েছেন অনেক বিরোধী নেতাই কারণ স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনটিকে নিয়ে এমন নোংরা রাজনীতি করা উচিত হয়নি বলেই মনে করেন তাঁরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments