পথ দুর্ঘটনার খবর যেন কিছুতেই থামছে না। আবারো স্কুলের সামনে হলে দুর্ঘটনা। হুগলির সিঙ্গুরে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হলেন এক ছাত্রী। মাথা সহ শরীরের একাধিক অংশে চোট লাগে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ছুটির পর বাড়ি ফিরছিল সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক গার্লস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। ছাত্রীর নাম ঋষিলা মোদক। ঠিক সেই সময় একটি মোটর বাইক এসে তাকে ধাক্কা মেরে দেয়।
বৈদ্যবাটি তারকেশ্বর রোডের সিঙ্গুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাইকের ধাক্কায় ছিটকে পড়ে যাওয়ার পর মেয়েটিকে উদ্ধার করেন রাস্তার পাশে থাকা মানুষজন। আহতকে নিয়ে যাওয়া হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। স্কুল সূত্র থেকে খবর পাওয়া গেছে, মেয়েটির মাথায় আঘাত লেগেছে বেশি।
স্কুলে শিক্ষিকা জ্যোতির্ময়ী সাহা জানিয়েছেন, পঞ্চম শ্রেণীর পরীক্ষা ছিল আজ। পরীক্ষা দিয়ে বাড়ি যাবে বলে রাস্তা করা হচ্ছিল সে। হঠাৎ করে একটি বাইক সজরে ধাক্কা মারে। আহত ছাত্রীকে আমরা হাসপাতালে নিয়ে যাই। ছাত্রীর মাথায় চোট লেগেছে আর বাঁ পায়ে চোট লেগেছে।
গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বেহালায় মর্মান্তিক স্কুল ছাত্রের মৃত্যুর পর এই রকম ঘটনা বেশ কয়েকবার পর পর ঘটে গেল। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় এমন ঘটনা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে আরো বেশি পুলিশী নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।