বেহালা পর্ণশ্রী এলাকায় পশুদের ওপর সময় নির্যাতন এবং তাদের দেহাংশ এবং মাংস বাজারের অভিযোগ উড়তেই গোটা এলাকা থমথমে। ব্যাপারটা সামনে উঠে এলেও এখনো ওই ক্রেসে কুকুর বিড়াল মিলিয়ে মোট ২৬টি প্রাণী রয়েছে। যদিও এই সময় অভিযুক্তদের বাড়ি তালা বন্ধ অবস্থায় রয়েছে। তবে এবার ওই অবলা জীবদের খাওয়া-দাওয়ার দায়িত্ব নিলেন ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র।
মঙ্গলবার বেশ কয়েক দফায় ওই শিশুদের খোঁজখবর নিয়েছেন তিনি, পাঠিয়েছেন খাবার। কিন্তু এইভাবে ওই ছোট ছোট ছানাগুলোকে কতদিন গৃহবন্দী হয়ে থাকতে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সকলের মনে। এই প্রসঙ্গে কাউন্সিলর বলেন, আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি। ওদের যদি নিজের বাড়িতে রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু আমার বাড়িতেই ১১ টি কুকুর রয়েছে। তাই সম্ভব হচ্ছে না।
কাউন্সিলর আরো বলেন, যারা ওই পোষ্যদের ক্রেশে রেখে গিয়েছিলেন তারা নিতে আসছে কিনা সেই দিকে আমরা কড়া নজরে রাখছি। যদি কেউ নিতে না আসেন তাহলে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে।।
প্রসঙ্গত, থানা তরফ থেকেও ওই বাড়িটির উপরে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করলেও ক্রেশের সঙ্গে যুক্ত ব্যক্তিরা থানায় পাল্টা অভিযোগ করেছেন। এই টালমাটাল পরিস্থিতিতে এখন বেহাল অবস্থা অবলা জীবগুলির।