দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। হাজার সমস্যা থাকা সত্বেও তিনি সমানে করেছেন কাজ। তবে গত ছয় মাস ধরে একেবারেই শয্যাশায়ী হয়েছিলেন তিনি। অবশেষে ১২ আগস্ট রাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
সর্বশেষ তিনি কাজ করেছেন গীতা এলএলবি ধারাবাহিকে। মাঝে মধ্যে অসুস্থতার কারণে কাজে যেতে পারতেন না ঠিকই কিন্তু শরীর ঠিক হলেই আবার ছুটতেন শুটিং করতে। দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল কিডনি সমস্যা। বুকে পেসমেকারও বসানো ছিল।
অভিনেত্রীর সহ সহায়িকা জানিয়েছেন ভীষণ শারীরিক কষ্ট পেয়েছিলেন তিনি। এই কষ্ট দেখা যাচ্ছিল না। ওপারে তিনি শান্তিতে থাকুন এটাই প্রার্থনা করেছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি উত্তম সুচিত্রার সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন এই অভিনেত্রী। কাজ ছাড়া একেবারেই থাকতে পারতেন না। অবশেষে হল সেই পথ চলা শেষ। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী।