বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিনোদনদুঃসংবাদ, না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা তথা সংবাদ পাঠক দেবরাজ রায়

দুঃসংবাদ, না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা তথা সংবাদ পাঠক দেবরাজ রায়

ফের বিনোদন জগত হারালো আরো এক তারকাকে। ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা তথা সংবাদ পাঠক দেবরাজ রায়। তিনি মঞ্চ থেকে শুরু করে পর্দায় এবং দূরদর্শনে সংবাদ পাঠের ক্ষেত্রে আলাদা এক মাত্রা যোগ করেছিলেন। জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন বিনোদন থেকে দূরে ছিলেন। আজ তার বিধাননগরের বাসভবন থেকে মরদেহ শেষকৃত্যের জন্য রওনা হবে।

অভিনেতা দেবরাজ ১৯৫০ সালের ৯ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। এরপর ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। আর ঠিক তার পরের বছর, অর্থাৎ ১৯৭১ সালে তিনি মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাটি তাকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। আর তখন প্রায় সকল মানুষের মুখেই তার নাম অনুরণিত হয়। অভিনেতা দেবরাজ রায় অনেক খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

সেই তালিকায় রয়েছে তপন সিংহ থেকে শুরু করে তরুণ মজুমদার, বিভূতি লাহা সহ আরো অনেকে। তপন সিংহের ‘রাজা’ সিনেমাতে তার অভিনয় সকলের মনে আজও অমলিন। এছাড়াও, তিনি ১৯৭৩ সালে দীনেন গুপ্ত পরিচালিত ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমাতে মিঠু মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি পর্দার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন এবং দূরদর্শনের একজন সংবাদপাঠক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।

১৯৭৬ সালে তিনি জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা রায়কে বিবাহ করেন। এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাংলা ছবির জগতে বিশেষ নাম দেবরাজ রায়। অনেক খ্যাতনামী পরিচালকের ছবিতে অভিনয় করে প্রশংসিত। ওঁকে অনেকদিন ধরে চিনি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। ওঁর পরিবারের প্রত্যেককে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments