মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা, গ্রেফতার উত্তরপ্রদেশের তিন জন

ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা, গ্রেফতার উত্তরপ্রদেশের তিন জন

এবার ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলেন উত্তরপ্রদেশের তিন বাসিন্দা। অভিযোগে গ্রেফতার করল দিল্লি পুলিশ। আসলে চলতি বছরের ৪ঠা জুন মঙ্গলবার গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের গণনা চলছিল। ওই দিনই আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন উত্তরপ্রদেশের বাসিন্দা কাসিম, মোনিস এবং শোয়েব, যারা পেশায় পেশায়। তাঁরা যখন শ্রমিক সংসদের একটি প্রবেশদ্বার দিয়ে ঢুকছিলেন, তখন তাদের দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সন্দেহ হয়।

তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা তিন জনেই নিজেদের আধার কার্ড দেখান, কিন্তু সেই আধার কার্ড দেখে জওয়ানদের সন্দেহ আরো বেড়ে যায়। এরপর তা খতিয়ে দেখলে জানা যায় যে, ওই তিনটি আধার কার্ডই ভুয়ো ছিল। এরপর দিল্লি পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, সংসদ চত্বরে একটি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন ওই তিন জন। তারা মূলত নির্মাণশ্রমিক হিসাবে সেখানে কাজ করতেন। তাদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

এখন তদন্ত করে দেখা হচ্ছে যে, ঠিক কী কারণে ওই তিন জন সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিলেন। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক লোকসভায় ঢুকে দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ দিয়েছিলেন এবং সেখানে ‘ক্যানিস্টার সেল’ বা রং বোমা ছুড়েছিলেন। এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। আগে সংসদ ভবন চত্বরের নিরাপত্তার মূল দায়িত্বে থাকত দিল্লি পুলিশের একটি বিশেষ দল, তবে এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি পুলিশকে সংসদের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে সিআইএসএফ-কে দায়িত্ব দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments