মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদনকলকাতায় অভিনেত্রী পায়েল ওপর হামলা, অভিনেত্রীর গাড়ির কাচ ভাঙলো যুবক

কলকাতায় অভিনেত্রী পায়েল ওপর হামলা, অভিনেত্রীর গাড়ির কাচ ভাঙলো যুবক

দেশ জুড়ে চলছে আরজি কর কান্ড নিয়ে তোলপাড়। তারই মধ্যে কলকাতায় ফের ঘটলো নারী হেনস্থার ঘটনা। আক্রান্ত হলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী পায়েল। হঠাৎ করে দ্রুত গতিতে একটি বাইক এসে পড়ে তার গাড়ির সামনে। সেই বাইকটিতে সামান্য ধাক্কা লাগে। আর তারপরই ওই বাইক আরোহী চড়াও হন অভিনেত্রীর ওপর। প্রথমে পায়েলকে গাড়ি থেকে নেমে আসতে বলেন।

 

সেই মুহূর্তে আতঙ্কিত হয়ে পায়েল গাড়ি থেকে নামতে অস্বীকার করলে তৎক্ষণাৎ ঘুষি মেরে অভিনেত্রীর গাড়ির জানলার কাচ ভেঙে দেন ওই বাইক আরোহী যুবক। আতঙ্কিত অভিনেত্রী পায়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় লাইভএসে জানান যে, এক বাইক আরোহীর সঙ্গে তাঁর গাড়ির সামান্য ধাক্কা লাগে। তারপরেই সেই যুবক চড়াও হয়ে তার গাড়ির কাচ ভেঙে দেন। অভিনেত্রী বলেন, “ভাবতে পারছি না, জনবহুল রাস্তায় ভরসন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে! মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?”

এরপর অভিনেত্রীর ওই লাইভ ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় পায়েল দেখান, তার গাড়ির ভিতর ভাঙা কাচে ভর্তি। এমনকি তিনিও অল্পবিস্তর আহত হয়েছেন। এর পরেই তিনি টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে এসিপি লালবাজার অলোক সান্যাল জানিয়েছেন, তিনিই পায়েলকে টালিগঞ্জ থানায় যাওয়ার কথা বলেন। ওখানে অভিনেত্রীর লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাকে সুরক্ষা দেওয়ার আশ্বাসও দেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই বাইক আরোহী যুবককে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments