রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনদাম্পত্য জীবনের শুরুতেই সোহিনী দিলেন স্বামীর প্রতি বিশেষ বার্তা, কী বললেন জানুন

দাম্পত্য জীবনের শুরুতেই সোহিনী দিলেন স্বামীর প্রতি বিশেষ বার্তা, কী বললেন জানুন

টলিপাড়ায় চলছে বিয়ের মরশুম। একের পর এক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরা সারছেন বিয়ে। সম্প্রতি বিয়ে সারলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি। গত সোমবার ১৫ই জুলাই বিয়ে করেন সোহিনী ও শোভন। বিয়েতে সাবেকি সাজেই ধরা দিয়েছিলেন এই তারকা দম্পতি, যেখানে সোহিনীর পরনে ছিল লাল মেরুন রঙের বেনারসি শাড়ি, সাদা ব্লাউজ এবং বেশ কিছু সোনার গয়না। বিয়ের দিনের সোহিনীর অপরূপ সাজ নজর কাড়ে তার অনুরাগীদের। আর অপরদিকে শিল্পী শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি।

দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মেলা বসেছিল টলিপাড়ার তারকাদের। টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন সৌরভ দাস, দর্শনা বণিক, অলিভিয়া সরকার, উষসী চক্রবর্তী- সহ আরো অনেকে। এই বিয়ের অনুষ্ঠান চলেছিল তিন তিন ধরে। বিয়ের পর্ব মিটিয়ে সোহিনী পা রাখলেন শ্বশুরবাড়িতে। এরপর ঘরোয়া বৌভাতের পর্বও মিটেছে। বৌভাতের অনুষ্ঠানের জন্য সোহিনীর পরনে ছিল গোলাপি রঙের বেনারসি শাড়ি, মাথা ভরা সিঁদুর আর শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়না। আর অপরদিকে শোভন পরেছিলেন সাদা পাঞ্জাবির সঙ্গে গোলাপি ও নীল রঙের মিশেলে একটি জ্যাকেট।

অনুষ্ঠান পর্ব মিটিয়ে শ্বশুরবাড়িতে সংসার শুরু করেছেন সোহিনী। তিনি অনুষ্ঠানে শোভনের হাতে হাত রেখে ছবি তুলেছেন এবং সেই ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে শোভনের উদ্দেশ্যে নব বধূ বিশেষ বার্তা দেন। সোহিনী লিখেছেন, “আগলে রাখব, যত্নে থাকব।” যেহেতু বিয়ের ঠিক এক বছর আগেই তারকা দম্পতির দেখা হয়েছিল, তাই বিয়ের দিন এই তারকা দম্পতি ছবি পোস্ট করে লিখেছিলেন, “দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments