উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ ছবি সচরাচর চোখে পড়ে না। সম্প্রতি সে ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন কিন্তু প্রশ্ন হল তিনি উত্তরীয় পড়াচ্ছেন কাকে এবং কাকেই বা স্বাগত জানাচ্ছেন? তিনি আর কেউ নন বলিউডের তথা তার ভক্তদের ভাইজান সলমান খান। তাই তাঁকে দেখতে কলকাতার রাস্তায় ভিড় উপচে পড়ছে। শুধুমাত্র তাঁকে এক ঝলক দেখতে পাবার আশায়। লোকজন ভীড় জমিয়েছেন হরিশ চ্যাটার্জী রোডের বাড়ির দিকে যেখানে শনিবার বিকেলে আসার কথা ছিল সলমান খানের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেন।
সলমানের পরনে ছিল আকাশী জিন্স এবং আকাশী রঙেরই ফ্যাকাশের টিশার্ট। তবে যথেষ্টই ভীড় উপচে পড়েছিল তাঁকে দেখার জন্য, কেউ কেউ আবার নিজের মোবাইলে তাঁকে বন্দী করবার জন্য মোবাইল ফোনের ক্যামেরা টি নিয়ে তাক করে চাতক পাখির মত অপেক্ষা করেছিলেন কখন এক ঝলক তাঁর স্বপ্নের নায়কের দেখা পাবেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন নেতাজি নগর সলমান খান ফ্যান ক্লাবের সদস্যরা। তাদেরই ক্লাবের এক সদস্য যার নাম উজ্জয়ন চৌধুরী তিনি বলেন মুখ্যমন্ত্রী বাড়িতে আসার পাশাপাশি তিনি উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের সান্ধ্য অনুষ্ঠানে, যেখানে ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর তাঁকে সংবর্ধনা জানাবেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই অনুষ্ঠানে সলমান খানের সঙ্গে উপস্থিত থাকবেন প্রভু দেবা জ্যাকলিন ফার্নান্ডেজ আয়ূষ শর্মার সাথে সাথে সোনাক্ষী সিনহাও।
সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিন্ধু মুসেওয়ালা খুন হওয়ার পর থেকেই সালমান খানের কাছে প্রায়শই আসছে প্রাণনাশের হুমকি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণুোইয়ের দল তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত যে কারণে নিজে নিরাপত্তার বহর একপ্রকার বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে তবে এত কিছু পরেও তিনি নিজের ভক্তদের জন্য নিরাপত্তার ঘেরাটোপে থাকা সত্ত্বেও গাড়ি থেকে নেমে হাত নেড়েছেন বুঝিয়েছেন তিনি তাঁর ভক্তদের জন্য তিনি ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের ছাড়া তিনি এককথায় অসম্পূর্ণ।