রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeদেশফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহাকুম্ভের রাস্তায়, আগুনে পুড়েছে ২টি গাড়ি, ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহাকুম্ভের রাস্তায়, আগুনে পুড়েছে ২টি গাড়ি, ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থী জমায়েত হয়েছে। প্রশাসন, বিস্তীর্ণ মেলাপ্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে। সেখানে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে। এমনকি পুলিশের পাশাপাশি দমকলকর্মী মোতায়েন রয়েছেন সেখানে। তবে, শনিবার সকালে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার রাস্তায় ঘটেছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সেখানকার রাস্তার ধারে দাঁড় করানো গাড়িতে আগুন লেগে যায়, যার ফলে আগুন ছড়িয়ে দুইটি গাড়ি পুড়িয়ে দেয়।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। সেখানে উপস্থিত রয়েছে পুলিশবাহিনীও। রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, যে পথ দিয়ে মহাকুম্ভে যেতে হয় সেই পথের ধার ঘেঁষে পর পর অবকগুলি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। আজ অর্থাৎ শনিবার ভোরে আচমকা সেখানে আগুন লেগে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মহাকুম্ভের কাছে ঘটা এহেন অগ্নিকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কীভাবে গাড়িতে আগুন লাগল, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। উল্লেখ্য, এর আগে গত ১৯শে জানুয়ারিও কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল।

আগুনের দাপটে ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু দাউদাউ করে জ্বলে উঠেছিল। এরপর সেই আগুন ছড়িয়ে পড়েছিল আশপাশের কিছু তাঁবুতে। ওই অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি ওই তাঁবুগুলির ভিতর থেকে একের পর এক সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যাচ্ছিল বলে খবর। ফের এহেন অগ্নিকাণ্ড হওয়ায় কুম্ভমেলার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। বর্তমানে দমকল বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর। এক দমকল আধিকারিক বিশাল যাদব বলেন যে, ‘‘ভোর সাড়ে ৬টা নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। একটি মারুতি গাড়িতে আগুন ধরে গেছিল। সেখান থেকে পাশের গাড়িতেও আগুন ছড়িয়েছে। আমরা ঘটনাস্থলে ছয়টি ইঞ্জিন পাঠাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারো কোনো আঘাত লাগেনি।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments