শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিদেশএবার ইজরায়েলের জন্য ১০ হাজার কর্মী নিয়োগ করছে ভারতের এক রাজ্য! বেতন...

এবার ইজরায়েলের জন্য ১০ হাজার কর্মী নিয়োগ করছে ভারতের এক রাজ্য! বেতন মাসে দেড় লাখ! জানুন বিস্তারিত

প্রায় আড়াই মাস ধরে যুদ্ধ চলছে প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাস বনাম ইজরায়েলের। এর মাঝে ইজ়রায়েলে তৈরি হয়েছে নতুন সঙ্কট। যুদ্ধরত দেশটিতে বর্তমানে কর্মচারীর অভাব দেখা দিয়েছে। চাকরি, বেতন সবই রয়েছে, তবে নেই শুধু কর্মী। তাই এবার ভারতেরই এক রাজ্য ইজরায়েলকে কর্মী দিয়ে সাহায্য করতে চলেছে। এই বিষয়ে ইতিমধ্যে তার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।গত ৭ই অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজ়রায়েল।

এরপরই প্যালেস্টাইনিদের ইজরায়েলি ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ইজরায়েলে কর্মরত অন্তত ৯০ হাজার প্যালেস্টাইনির কাজের ছাড়পত্র বাতিল করে দিয়েছে। এদিকে ভারতে বেকারত্বের হার বেশি হওয়ায় ভারত থেকে সুলভে দক্ষ শ্রমিক পাওয়াও সহজ। এই কারণে এই বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করে ইজরায়েল সরকার। ভারত থেকে অন্তত এক লক্ষ কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাদের।

সম্প্রতি হরিয়ানার রাজ্য পাবলিক সেক্টর সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, তারা বর্তমানে ১০ হাজার কর্মী নিয়োগ করছে, যেই কর্মীদের ইজরায়েলে কাজের জন্য পাঠানো হবে এবং তাদের শ্রমিক হিসাবে দক্ষ হতে হবে। আসলে, হরিয়ানা বেকরত্বের সমস্যায় ভুগছে। এমন পরিস্থিতিতে, ১০ হাজার কর্মী নিয়োগ করে ইজরায়েলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা সেখানে গিয়ে চাকরি করে বেতন হিসাবে পাবেন মোটা অঙ্কের টাকা।

হরিয়ানা কৌশল রোজগার নিগমের বিজ্ঞপ্তি অনুসারে, এই কাজের জন্য আবেদনের জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণি পাশ। ২৫ থেকে ৫৪ বছর বয়ঃ সীমার মধ্যে যে কেউ এই কাজের জন্য আবেদন করতে পারেন। নির্মাণকাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিল্পক্ষেত্রে নির্মাণ, কাঠের কাজ, মেঝেতে টাইল্স বসানোর কাজ, লোহার কাজ, বহুতল নির্মাণের কাজ জানতে হবে আবেদনকারীদের। বেতন দেওয়া হবে মাসে ৬,১০০ ইজরায়েলি মুদ্রা। ভারতীয় মুদ্রায় এর অর্থ ১ লক্ষ ৩৪ হাজার টাকার বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments