সাইয়ারা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করে সারা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছেন আহান পান্ডে। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন এই ছবিটি নয়, আহানের প্রথম ছবি হওয়ার কথা ছিল যশ রাজ ফিল্মসের ব্যানারে।
মোহিত সুরি পরিচালিত সাইয়ারা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করে সারাদেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন আহান পান্ডে। কিন্তু জানলে অবাক হতে হবে, সাইয়ারা নয়, আহানের প্রথম ছবি তৈরি হওয়ার কথা ছিল যশ রাজ ফিল্মসের ব্যানারে। কেন তৈরি হল না সেই ছবি?
সম্প্রতি কোমল নাহতার সঙ্গে একটি আলাপচারিতায় সাইয়ারা পরিচালক মোহিত সুরি প্রকাশ্যে আনেন এই খবরটি। তিনি জানান, আহান যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া সিনেমায় ডেবিউ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। সবকিছুই ঠিক ছিল তাহলে কেন হঠাৎ ছবিটি তৈরি হল না?
মোহিত সুরি বলেন, আহান ৭ বছর আগে অর্থাৎ করোনার পূর্ববর্তী সময়ে যশ রাজ ফিল্মসের ব্যানারে একটি ছবি জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু মহামারীর পরবর্তী সময়ে সেই সিনেমা আর তৈরি হয় না ফলে আহানদের সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল। সেই সময় অনেকেই ওকে প্রশ্ন করেছিল, কেন ছবিটি তৈরি হল না? অনেকে ওর আত্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছিল।
মোহিত সুরি আরও বলেন, এই কথাটা আমি শুধু জানি যে আদিত্য চোপড়া মহামারির পর আহানকে ফোন করে বলেছিলেন, তোমার প্রতি আমার বিশ্বাস বিন্দুমাত্র কমেনি। তবে তুমি যদি অন্য কোথাও কেরিয়ার শুরু করতে চাও তাহলে আমার কোন আপত্তি নেই। উত্তরে আহান বলেছিল, না আমি শুধু যশ রাজ ফিল্মসের ব্যানারেই লঞ্চ হতে চাই।
সবশেষে পরিচালক বলেন, সত্যি কথা বলতে আহানের ভাগ্য ভালো যে যশ ফিল্মসের ব্যানারে ওকে লঞ্চ হতে হয়নি। ওই ছবিতে ও যদি ডেবিও করতে তাহলে ওকে অনেক ছোট বলে মনে হতো। আমি ওকে পরিণত দেখানোর জন্য ওর সাথে চার মাস কাটিয়েছি। এখন ও পুরোপুরি প্রস্তুত।