ভারতীয় ছবি জয়জয়কার ৯৫ তম অস্কারের মঞ্চে। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগের স্বীকৃতি পেয়েছে,_ “দা এলিফ্যান্ট হুইস্পারার্স”। অন্যদিকে মৌলিক গানের বিভাগের স্বীকৃতি পেয়েছে আরআরআর ছবির গান,” নাটু নাটু”। অনেক জল্পনার পরবর্তীকালে সেরা সম্মান পেয়েছে রাজা মৌলির ছবির গান নাটু নাটু গানের অস্কার জয়ের কারনে গোটা দেশ উচ্ছাসিত।
দেশের বড় বড় তারকারা আপ্লুত হয়েছে দক্ষিণে ইন্ডাস্ট্রির এরকম সাফল্যের জন্য। ভারতীয় সংস্কৃতির এই গান বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে বলে আপ্লুত গোটা দেশের তারকারা, তবে এই বিষয়ে বিবেক অগ্নিহোত্রী কি বলেছেন? দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালকের দাবি, বিশ্বমঞ্চে ভারতীয় ছবির জন্য এটা অনেক বেশি সুবর্ণ একটু সুযোগ। এই ছবির মাধ্যমেই গোটা বিশ্বের দর্শকদের কাছে ভারতীয় ছবির জন্য দরজা অনেক বেশি খুলে গেছে। এবং সেই রাস্তা ধরে আরআরআর ছবির সাফল্য।
এই ছবির শুভেচ্ছা জানানোর পাশাপাশি দা এলিফ্যান্ট হুইস্পারার্সের সাফল্যতেও গর্বিত হয়েছেন বিবেক। পরিচালক বলেন,” মনোনয়ন দুটি তথ্যচিত্র পেয়েছে যার মধ্যে একটি তথ্যচিত্র ঘরে অস্কার এনেছে।”
এই মঞ্চের অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনে উপস্থিত ছিলেন। এই অস্কারের মঞ্চে দীপিকা পাডুকোন এর উপস্থিত হওয়ার কারণে দা কাশ্মীর ফাইলসের পরিচালক মন্তব্য করে বলেন,” আচ্ছে দিন এসে গেছে। নাটু নাটু গানটি অস্কার পাওয়ার ফলে আশা করা যাচ্ছে যে আঞ্চলিক ছবির প্রতি দর্শকদের নজর আরো বাড়বে”।
এটা দেখে তিনি অত্যন্ত খুশি, আগামী দিনে ভারতীয় ছবির ক্ষেত্রে তার কি আশা রয়েছে, এই বিষয়ে বিবেক অগ্নিহত্রিকে প্রশ্ন করা হয় যে প্রশ্নের উত্তরে তিনি বলেন ,”বাঙালি, পাঞ্জাবি, মারাঠি সব ভাষার সিনেমা এক । আমি চাই যে ভারতীয় সিনেমাগুলি একটা ছাতার তলায় আসুক, সমস্ত সিনেমাগুলি বিশ্বমঞ্চে তাদের দেশের নাম উজ্জ্বল করুক”।