শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনফের ভাঙনের সুর টলিপাড়ায়! বড় মেয়ে সারা সেনগুপ্ত নিলেন বাবা যিশুকে নিয়ে...

ফের ভাঙনের সুর টলিপাড়ায়! বড় মেয়ে সারা সেনগুপ্ত নিলেন বাবা যিশুকে নিয়ে কঠিন সিদ্ধান্ত

টলিউড হোক কিংবা বলিউড এখানে প্রেম বিয়ে ভালোবাসা কোনো কিছুই স্থায়ী নয়। আজ আছে তো কাল নেই। কখনো ত্রিকোণ সম্পর্ক, কখনো আবার সম্পর্কের টানা পোড়েন, কখনো একেবারেই বিচ্ছেদ। টলি পাড়াতে প্রায় অভিনেতা-অভিনেত্রী কিংবা সংগীত শিল্পীদের সম্পর্কের ভাঙ্গনের কথা শোনা যায়। গত কয়েক দিন ধরেই যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যে ফাটল নিয়েও টলিপাড়া সরগরম। অনেকেই তাদের বিচ্ছেদের কথা শুনতেই বিস্ময় প্রকাশ করেছেন। শুনলে অবাক হবেন যে, ইতিমধ্যেই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবিটি ছেঁটে ফেলেছেন যিশু পত্নী। এমনকি, বাড়ি ছেড়ে অন্যত্র থাকা শুরু করেছেন স্বয়ং অভিনেতা।

এখন টলিপাড়া যিশু- নীলার বিচ্ছেদের গুঞ্জনে মুখরিত, চলছে জোর চর্চা। এইসবের মাঝে এবার শোনা গেছলো যে, বাবাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বড় মেয়ে সারা সেনগুপ্ত। যিশু ও নীলাঞ্জনার দাম্পত্যজীবনের ভাঙনের খবর প্রকাশ্যে আসতেই স্বামীকে ইনস্টাগ্রামে অনুসরণ করা বন্ধ করেছেন নীলাঞ্জনা। আর এবার মাকে দেখে মেয়েও সেই পন্থাই নিলেন। তিনিও তার বাবাকে আর ইনস্টাগ্রামে অনুসরণ করছেন না। কয়েক সপ্তাহ আগে নীলাঞ্জনা একটি পোস্ট করে জানান যে, তার শক্তির উৎস হলো তার দুই মেয়ে যথাক্রমে সারা ও জারা এবং বোন চন্দনা। নীলাঞ্জনার করা সেই পোস্টে যিশুর কথা কোথাও উল্লেখ ছিল না। এই পোস্টের কারণেই জল্পনা জোরালো হয়ে ওঠে যে, এবার তাদের ঘরে ভাঙন ধরেছে।

 

শোনা গেছে যে, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতিই তাদের সংসারে চিড় ধরিয়েছে। মুম্বই গিয়েই নাকি যিশুর নতুন সম্পর্কে জড়িয়েছেন, যার জেরেই সংসারে ফাটল ধরেছে। যিশু কন্যা সারা তার মায়ের সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘‘স্ট্রংগেস্ট উওম্যান ইন দ্য গেম।” অর্থাৎ, “সবচেয়ে শক্তিশালী মহিলা।” সারা বারংবার মাকে সাহস জুগিয়ে এসেছেন। তিনি যে তার মায়ের পাশে রয়েছেন, তা স্পষ্টতই বুঝিয়ে দিলেন নিজের পোস্টের মাধ্যমে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments