মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাএর পর আমার এজলাস থেকে সব মামলা সরিয়ে নেওয়া হবে, বললেন বিচারপতি

এর পর আমার এজলাস থেকে সব মামলা সরিয়ে নেওয়া হবে, বললেন বিচারপতি

দুর্নীতির বিরুদ্ধে যে সব সময় লড়বেন একথা স্পষ্ট করে আরো একবার জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাঁর কাজ, এদিন শুক্রবার রাতে কলকাতা হাইকোর্ট ছেড়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান যে তাঁর এজলাস থেকে ইতিমধ্যেই দুটি মামলা সরিয়েছে সুপ্রিম কোর্ট।

আগামী দিনে হয়তো সব মামলাই সরিয়ে নেওয়ায় চেষ্টা করবেন তাঁরা। ঘড়িতে তখন রাত ৯:৩৯ মিনিট, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসা করেন আগামী দিন কি তাহলে তাঁর এজলাসে নিয়োগের বিষয়ে কোনো মামলা থাকছে কিনা। সে সম্পর্কে তিনি বলেন ভুলে গেলে চলবে না তিনি একজন হাইকোর্টের বিচারপতি তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলাই তাঁর কর্তব্য। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। নিজের এজলাসে বসে তিনি তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার সাথেও হুবহু মিল পাওয়া যাচ্ছে এই ঘটনার। এমনই কথা স্বীকার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি যে পালিয়ে যাবার লোক নন তাও তিনি এদিন স্পষ্ট করে বুঝিয়ে দেন সকলকে।

আগামী দিন এমনকি যতদিন পর্যন্ত তিনি বিচারপতি থাকবেন তাঁর লড়াইটা থাকবে এই দুর্নীতির বিরুদ্ধে। এমনকি যখন তিনি বিচারপতি থাকবেন না সেই সময়ও অন্য কাজ করলেও সেখানেও তাঁর লড়াইটুকু থাকবে সেই দুর্নীতির বিরুদ্ধেই। আগামী দিন এই নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চলে যাওয়াকে অনেকটাই প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। যে কাজ তিনি ছ মাস করে দেখিয়েছেন সেটা অন্য কেউ ৬০ বছর ধরে করবে সেখানে কারোরই কিছু বলার অবকাশ থাকবে না। তবে এই নিয়ে আপাতত রাজ্যরাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে এ কথা অস্বীকার করার জায়গা নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments