শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনমুসেওয়ালা হত্যার পর বার বার হুমকি সলমনকে, গ্রেফতার বছর একুশের যুবক

মুসেওয়ালা হত্যার পর বার বার হুমকি সলমনকে, গ্রেফতার বছর একুশের যুবক

অতীতে আমরা বিভিন্ন সময়ে বলিউড তারকাদের হুমকির খবর পেয়েছি ঠিক যেমন সম্প্রতি জনপ্রিয় বলিউড অভিনেতা সলমান খান পেয়েছেন। কিন্তু কিসের হুমকি? নিহত গায়ক মুসেওয়ালা যাকে এই ২১ বছরের যুবক বারবার হুমকি পাঠাতেন কিন্তু অভিনেতা সলমন খানের জন্য সবথেকে বড় স্বস্তির খবর হল বর্তমানে মুম্বাই পুলিশের জালে ধরা পড়েছে সেই হুমকি প্রদানকারী।

সালমান খানের কাছে বারংবার ইমেল আসছিলেন যাতে হুমকি দেয়া হচ্ছিল তাঁকে । তাঁর নাকি মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হতে চলেছে এমনকি তিনি কথা যদি না শোনেন তাহলে ঝটকাও খেতে পারেন। এখানেই শেষ নয় শুধুমাত্র ই-মেল নয় তাঁকে সামনাসামনি দেখা করতে চান বলেও দাবি করেছিলেন সেই ব্যক্তি। বারংবার এ ধরনের ইমেইল পাওয়ার পর ১৮ মার্চ অভিনেতার তরফ থেকে বান্দ্রা থানায় এফআইআর করা হয়। এফ আই আর দায়েরের পরেই নড়েচড়ে বসে মুম্বাই এবং যোধপুর পুলিশ। জানা যায় ইমেইলটি পাঠানো হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য।

যোধপুর থেকে পাঠানো হয়েছিল এই চিঠি। তাই পুলিশরা যৌথ উদ্যোগে গ্রেফতার করেছে এক ব্যক্তিকে, যার নাম ধাকড়রাম বিষ্ঞোই যোধপুরে লুনি এলাকার সিয়াগোর ধানি রোহিচা কালানের বাসিন্দা। বয়স মাত্র ২১ বছর। যার বিরুদ্ধে যোধপুরের সর্দারপুড়ায় একটি মামলাও রয়েছে। তবে বর্তমানে অভিনেতার বাড়ির চারপাশে নিরাপত্তারক্ষী বাড়িয়ে দেয়া হয়েছে। যথেষ্ট কড়া নিরাপত্তার ঘেরাটপে রয়েছেন তিনি কিন্তু এরই মধ্যে বিষ্ঞোইয়ের গ্রেপ্তারির খবর অভিনেতার কাছে বড় শান্তির বার্তায় বয়ে এনেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments