ফের আরো একবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ১১:৪৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।
এক সপ্তাহের মধ্যে ডানা তিনবার এই ভূমিকম্পের ফলে কিছুটা হলেও ভীত হয়েছেন আফগানিস্তানের সকলে। রবিবার সকাল নটা ছয় মিনিট নাগাদ একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল যার মাত্রা ছিল ৬.৩। গতকালও একটি ভূমিকম্প হয়েছিল যার ফলে একজনের মৃত্যুর খবর শুনতে পাওয়া গিয়েছিল, আহত হয়েছিল কমপক্ষে ১০০ জন।
এর আগেও সাত অক্টোবর পর পর ভূমিকম্পে হেরাট দেশের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল প্রায় সমতার ভূমিতে পরিণত হয়ে গিয়েছিল। এত তীব্র ভূমিকম্প এর আগে অনুভূত হয়নি আফগানিস্তানে।
সপ্তাহখানেক আগে ভূমিকম্পে প্রচুর মানুষ মারা যায় এবং ক্ষয়ক্ষতিও হয় প্রচুর। যদিও আজকের ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এমন ভূমিকম্প বারবার হতে থাকলে আগামী দিনে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে তা বলাই বাহুল্য।