মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিদেশমক্কা যাওয়ার পথে দুর্ঘটনা, দাউদাউ জ্বলল গাড়ি, হত ২০ পুণ্যার্থী

মক্কা যাওয়ার পথে দুর্ঘটনা, দাউদাউ জ্বলল গাড়ি, হত ২০ পুণ্যার্থী

মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রত্যক্ষদর্শীরা এই নির্মম দুর্ঘটনার ছবিটি নিজেদের মোবাইল বন্দিও করেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে।এহেন নানান নির্মম দুর্ঘটনার ছবি এবং ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়শ‌ই পেয়ে থাকি।

পৃথিবীর যেকোনো প্রান্তেই ঘটুক না কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নিমেষেই। ঘটনাটি সৌদি আরবের যেখানে একটি বাস মক্কা যাচ্ছিল অর্থাৎ সেই বাসে ছিল প্রচুর পরিমাণে তীর্থযাত্রী, আর এই মক্কা যাওয়ার পথে বাস টি চার চাকার একটি ছোট গাড়িতে ধাক্কা লেগে উল্টে যায় এবং তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনাটি গত সোমবারের তখন ঘড়িতে ঠিক বিকেল চারটে বাজে, সেই সময় আসির প্রদেশের আকাবাত শারে ঘটে এই দুর্ঘটনা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ২০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। এছাড়া ২৯ জন গুরুতর আহতও হয়েছেন।

তীর্থ ক্ষেত্রে যাওয়ার পথে এহেন দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের হতবাক করেছে। বড়ই ভয়ংকর চিত্র যারা না দেখেছে তারা ছাড়া কেউই বিশ্বাস করতে পারবেন না। তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যম যা জানায় তা হল গাড়িটিতে ব্রেকের সমস্যা ছিল যে কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ করতে অপারক হয়ে পড়ে এবং যখন বাসটি একটি গাড়িতে ধাক্কা লাগে তারপর নিয়ন্ত্রণহীন ভাবে সেতুর দেয়ালে ধাক্কা দেয় যে কারণে বাসটি তৎক্ষণাৎ উল্টে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সমস্ত বাস যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। টুইটারে এই ঘটনার ছবিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments