শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতামুখ ফস্কে গোপন কথা বলে দেন কেন্দ্রীয় সচিব, দাবি অভিষেকের

মুখ ফস্কে গোপন কথা বলে দেন কেন্দ্রীয় সচিব, দাবি অভিষেকের

রাজগঞ্জের সভা থেকে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গের সফরে গিয়ে সেখানকার বিভিন্ন সভায় যোগদান করেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। গত লোকসভা ভোটে এই উত্তরবঙ্গের মানুষই তৃণমূলকে খালি হাতে ফিরিয়েছেন যদিও এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি উত্তরবঙ্গের মানুষ ধর্মীয় বিভাজনের ফাঁদে পড়ে এমনটি করেছেন। বর্তমানে ভোট পূর্ববর্তী বিজেপির যে সমস্ত প্রতিশ্রুতি ছিল সেগুলি না রাখার দাবিও উঠেছে।

গত নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরালেও মুখ্যমন্ত্রী সেই সমস্ত মানুষের জন্য সমস্ত রকম সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন। ১০০ দিনের প্রকল্পসহ একাধিক প্রকল্পে পাওনা অর্থ না মেটানোর দাবি উঠেছে সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সংসদরা দিল্লি যাত্রা করেছেন। তাঁরা দিল্লি কৃষি ভবনের সামনে একত্রিত হন এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার দাবি করেন। কিন্তু তিনি সংসদের যোগদান করার পর নিজের সংসদীয় এলাকা অর্থাৎ বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই জানা যায়।তাই তাঁরা মন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় তার সচিবের সঙ্গে দেখা করে জানান নিজেদের দাবির কথা।

আগামী দিনে যাতে তাঁদের রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেন সেই আবেদন করেন। প্রয়োজনে যদি ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ আছে তাতে সিবিআই তদন্ত করতেও বলেন কিন্তু অবিলম্বে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেয়া হোক সেই দাবী জানান। তাঁরা জানিয়েছেন এতগুলো মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে যা মেনে নেওয়া যায় না সে বিষয়ে অবিলম্বে কোন সিদ্ধান্তে আসা উচিত।তাদের দিকেও দৃষ্টিনিক্ষেপ করা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments