যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্নেহমঞ্জু বসুকে হুমকি দেওয়া হল এবং তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন স্নেহমঞ্জু বসু। অভিযোগের ভিত্তিতে শনিবার যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
শুধুমাত্র স্নেহমঞ্জু বসুকে নয়, অন্য রেজিস্টার সঞ্জয় গোপাল সরকারকেও হুমকি দেওয়া হয়েছে চিঠি দিয়ে। ওই চিঠিতে লেখা রয়েছে, সৌরভ চৌধুরীর যদি কিছু হয় তাহলে দেখে নেওয়া হবে।
আমরা সকলেই জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পরেই সবার আগে গ্রেফতার করা হয় প্রাক্তনী সৌরভকে। স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রধান অভিযুক্ত সৌরভ আপাতত রয়েছেন জেল হেফাজতে। যে ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে সারা পশ্চিমবঙ্গ, সেই ঘটনার মূল অভিযুক্ত সৌরভের নিরাপত্তাকে উদ্দেশ্য করে এবার চিঠি পাঠানো হচ্ছে রেজিস্টারদের।
এই প্রসঙ্গে স্নেহমঞ্জু দেবী দাবি করেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায়। পুলিশে তরফ থেকে মামলা রুজু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, শুক্রবার স্নেহমঞ্চ এবং সঞ্জয় দুজনেই চিঠি পান। দুটি পোস্ট কার্ডে লেখা চিঠির প্রেরক হিসাবে নাম লেখা রয়েছে অধ্যাপক রানা রায়ের। দুই চিঠিতেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে দুই রেজিস্টারকে। হুমকি দিয়ে লেখা হয়েছে, পুলিশ মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসাচ্ছে। সৌরভ চৌধুরীর গায়ে যদি আঁচর পড়ে তাহলে তোমাদের জীবন শেষ করে দেব। বন্ধুকের একটি গুলি যথেষ্ট তোমাদের শেষ করে দেওয়ার জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় এমন কোন অধ্যাপক আছেন কিনা জানতে চাওয়া হলে স্নেহমঞ্জু এবং সঞ্জয় দুজনেই জানান ওই নামের কোন অধ্যাপক বিশ্ববিদ্যালয় নেই। এরপরেই চিঠির প্রেরকের খোঁজ শুরু করেছে পুলিশ।