নিজস্ব প্রতিবেদন : করোনা কালীন পরিস্থিতিতে বিভিন্ন স্তরের মতোই বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যবসা-বাণিজ্য স্তরও। এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গুলি। এই পরিস্থিতিকে মাথায় রেখে এবং ক্ষুদ্র শিল্প গুলিকে আবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দিতেই বৃহস্পতিবার ভারতীয় জাদুঘরে একদিনের জাতীয় সেমিনারে অংশ নেয় এমএসএমই। কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিপুল পরিমাণ মূল্যবৃদ্ধি হওয়ায় ব্যবসা গুটিয়েছে বহু ছোট সংস্থাগুলি।
এদেরই মূল স্রোতে ফেরানোর চেষ্টায় এমএসএমই। ফিয়ো জানায় রপ্তানিতে ছোট শিল্পকে সাহায্য করবে তারা। একদিনের এই জাতীয় সেমিনারে উপস্থিত ছিলেন ডি মিত্র, আই ই ডি এস এর জয়েন্ট ডিরেক্টর ও এইচওও, এম এস এমই ডিএফ ও কলকাতা , ড.ভি শিবকুমার , পরিচালক, খাদি ও গ্রামীণ শিল্প কমিশন, এম/ ও, এম এস এম ই কলকাতা , দেবদত্ত নন্দওয়ানি আঞ্চলিক প্রধান, এফআইইও, কলকাতা ও পার্থ চৌধুরী যুগ্ম পরিচালক এম এস এমই অধিদপ্তর কলকাতা।
এই জাতীয় সেমিনারে দেবদত্ত নন্দওয়ানি (আঞ্চলিক প্রধান, এফআইইও), বলেন – ` বড় রপ্তানির ক্ষেত্রে কারো একার পক্ষে জোগান দেওয়া মুশকিল হচ্ছে । তারা একসাথে হাত মিলিয়ে সমবায় ব্যবসা করুক। এভাবে উৎপাদনের পাশাপাশি বিপণন ও রপ্তানির পরিচালনা করলে ব্যবসায় সাফল্য আসবে।এইসব সংস্থাকে রপ্তানির বাজারে ফিয়ো সাহায্য করবে বলে জানায়।
তাছাড়াও ডি মিত্র, (আই ই ডি এস এর জয়েন্ট ডিরেক্টর ও এইচওও, এম এস এমই ডিএফ ও কলকাতা) জানান ভারত সরকার ছোট ও মাঝারি উদ্যোগে রপ্তানিকে বাড়ানোর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।
সারাদেশ জুড়ে রপ্তানির সুবিধাকেন্দ্র প্রতিষ্ঠা করেছে এম এস এমই। এই জাতীয় সেমিনারে ছোট সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া হয় জেম ও উদ্যম পোর্টালের সাহায্য নিতে। তাছাড়াও সরকারি সাহায্য প্রকল্প গুলির কথা অনেকেই জানেনা সেগুলি প্রচার করার কথাও জানানো হয়। বিভিন্ন রাজ্যে সহায়তা কেন্দ্র চালু হবে বলে জানানো হয়। বিদেশে বিপণনের ক্ষেত্রেও উৎপাদনের ক্ষেত্রে সাহায্য মিলবে সেখান থেকেই।