রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাছেলের বিয়ে আটকাতে সংবাদ মাধ্যমের আশ্রয় নিলেন এক পিতা

ছেলের বিয়ে আটকাতে সংবাদ মাধ্যমের আশ্রয় নিলেন এক পিতা

ইতিমধ্যেই ছেলে বিয়ে করে ফেলেছে ছটি। এত জন স্ত্রীর ভরণ পোষণ করতে গিয়ে একের পর এক পৈত্রিক সম্পত্তি বিয়ে করে ফেলেছেন সেই যুবক। টাকা পয়সা না পেলে বাবা এবং ভাইকে খুনের হুমকিও দিয়ে ফেলেছে সে। এই অশান্তির মধ্যেই ষষ্ঠতম বধুকে ঘরে তুলতে না তুলতেই পরিবারের সূর্যের বাঁধ ভেঙ্গে যায় এবং সাংবাদিক বৈঠক ডেকে ফেলেন পিতা।

স্ত্রী এবং ছোট ছেলেকে নিয়ে অসহায় পিতার আকুতি, এই ছেলের কোথাও বিয়ের সম্বন্ধ যাই আপনাদের কাছে তাহলে দয়া করে আমাদের খবর দিন। নভেম্বর মাসে নাকি আমার ছেলে আরও একটি বিয়ে করবে তাই বাধ্য হয়ে সাংবাদিক বৈঠক ডাকলাম। আপনাদের মাধ্যমে যদি ছেলের মুখটা সকলকে দেখাতে পারি তাহলে হয়তো আর অন্য কোন মেয়ের সর্বনাশ করতে পারবে না ও। আমরাও একটু রেহাই পাব।

মুর্শিদাবাদের রানীনগরের ব্যবসায়ী নজরুল ইসলামের এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়ে গেছেন সকলে। বড় ছেলে মমিনুলের উৎশৃংখল জীবন যাপনের রীতিমতো বিরক্ত হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। নজরুল জানান, ছেলে ইতিমধ্যেই ছটি বিয়ে করে ফেলেছে। প্রথম পক্ষের স্ত্রী একটি পুত্র সন্তান রয়েছে। সবার খরচ মেটানোর জন্য সমস্ত সম্পত্তি একের পর এক বিক্রি করে দিচ্ছে নজরুল।

যদিও বাবার সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়ে ছেলে পাল্টা দাবি করে বলেছে, পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই বাবা এমন চক্রান্ত করেছে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি আইনের আশ্রয় নিয়ে এই সব কিছুর মোকাবিলা করব। আপনাদের মাথা ঘামাতে হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments