বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Homeকলকাতাফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! দুর্যোগের পূর্বাভাস তামিলনাড়ুর আট জেলায়

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! দুর্যোগের পূর্বাভাস তামিলনাড়ুর আট জেলায়

এবার ফের দেখা দিতে পারে ঘূর্ণিঝড়। আসলে আবহাওয়া দফতর এর তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তা বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের এর প্রভাবে আগামী দুই থেকে তিন দিন তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগ চলার পূর্বাভাস রয়েছে। এমনকি আগামী দুই দিনে আসন্ন ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে বলেও জানানো হয়েছে হওয়া অফিসের তরফ থেকে।

চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতর। এই কারণে এই আট জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, দুর্যোগ বাড়লে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হতে পারে। চলতি বছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্ত আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল, যার নাম ছিল ‘ডেনা’।

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই দুর্যোগ পরিস্থিতির মোকাবিলার জন্য গত মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দেন। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১,৬৩৪টি ত্রাণশিবির প্রস্তুত রাখছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় জেনারেটর, নৌকা মজুত রাখা হয়েছে। জানা গেছে এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হবে ‘ফেনজ়ল’। এই নামকরণটি করেছে সৌদি আরব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments