বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeখেলাফুটবলবিশ্বকাপ জয়ের পর কেন উপহার হিসাবে মাকড়সা পেলেন মেসিরা

বিশ্বকাপ জয়ের পর কেন উপহার হিসাবে মাকড়সা পেলেন মেসিরা

লিওনেল মেসিদের নাম অনুযায়ী এবার একটি মাকড়সার নতুন প্রজাতির নামকরণ করা হলো। আর্জেন্টিনার বিজ্ঞানীরা সেই প্রজাতির মাকড়সাটির নাম দেন,” আকেলা স্কালোনেতা”। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা মেসিদের জাতীয় দলকে এই নামেই ডাকেন।

আর্জেন্টাইন সালটিসিডে ইনভেস্টিগেশন গ্রুপ দেশের বিভিন্ন জায়গাতে সাত রকমের মাকড়সার প্রজাতির খোঁজ পেয়েছেন,এর মধ্যেই একটি মাকড়সার প্রজাতির নাম হলো আকেলা স্কালোনেতা। এই প্রজাতির খোঁজ পাওয়া গেছে উরুতাউ ন্যাচারাল রিজার্ভে ,কিন্তু এখন প্রশ্ন হল যে মেসিদের ফুটবল দলের নাম অনুসারে এরকমের মাকড়সার নাম কেন দেওয়া হয়েছে?

এই বিষয়ে জুলিয়াই বাইগোরিয়ায়া নামের একজন বিজ্ঞানী বলেছেন ,মাকড়সার একটি বৈশিষ্ট্য অনুযায়ী এই নাম রাখা হয়েছে। আসলে ব্যাপারটা হলো যে সপ্তাহে আর্জেন্টিনার বিশ্ব কাপের ফুটবল ম্যাচ খেলা চলছিল সেই সপ্তাহে এই মাকড়সাটির সন্ধান পাওয়া যায়। সেই কারণেই তখন এই ধরনের নাম রাখা হয়। সেই বিজ্ঞানী আরও বলেন যে, মেসিদের বিশ্বকাপ জয়ের সাথে সাথেই মাকড়সার খোঁজ পাওয়ার ব্যাপারে বিশেষ একটি মিল রয়েছে। কয়েক মাস আগেই মাকড়সার কোনরকম খোঁজ পাওয়া যাচ্ছিল না ,হঠাৎ করেই এই মাকড়সার খোঁজ পাওয়া গেছে।

যেমন বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা যেভাবে হেরেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে কখনোই ভাবা যায়নি যে অবশেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। তবে মেসিরা কিন্তু সবাইকেই চমকে দিয়েছে। মেসি জানিয়েছেন, এবারের বিশ্বকাপ তার শেষ খেলা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু মেসি এখনও পর্যন্ত অবসর নেননি। তিনি জানিয়েছেন যে, জাতীয় জলের জার্সিতে তিনি আরো কিছুদিন খেলবেন। তবে, এখনো পর্যন্ত জানা যায়নি যে তিনি ২০২৬ এর বিশ্বকাপ খেলবেন কিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments