শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Homeকলকাতাপরীক্ষার্থীদের জন্য সরকারি বাস, লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা

পরীক্ষার্থীদের জন্য সরকারি বাস, লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা

প্রতিনিয়তই আমাদের প্রত্যেককে জীবনের পরীক্ষা দিতে হয়, কিন্তু এ পরীক্ষা সম্পূর্ন অন্যরকম। আগামী ১৪ই মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই সমস্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা আনতে চলেছে রেল কর্তৃপক্ষ। সকলেরই জানা আগামী মঙ্গলবার থেকে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তেমনি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও শুরু হতে চলেছে। তাই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য পরিবহন নিগম এবং কলকাতার রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে পরীক্ষা স্পেশাল বাসের ব্যবস্থা যেমন করা হয়েছে তেমনি ট্রেনও বিশেষ পরিষেবা প্রদান করবে।

পরীক্ষার দিনগুলিতে শিয়ালদা শাখা এবং হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বিশেষ বিশেষ কিছু স্টেশনে থামবে। মূলত সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে ট্রেনগুলি নির্দিষ্ট স্টেশনে থামবে। এছাড়াও জগদ্দল কাঁকিনাড়া পায়রাডাঙ্গা শিয়ালদা রানাঘাটের শাখার পলতায় ট্রেন থামার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৫টি ট্রেন ওই স্টেশন গুলিতে থামবে। হাওড়া শাখায় আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস গণদেবতা স্কুল রোড সংলগ্ন লোহা পুর স্টেশনে থামতে দেখা যাবে। এছাড়া হাওড়া বর্ধমান কর্ড লাইনে জনাই রোড ডানকুনি স্টেশন বেলমুড়িতে এক মিনিট সময় ধরে ট্রেন থামবে।

এবার আসা যাক বাস রুটের কথায় কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর ডানলপ থেকে বালিগঞ্জ চেতলা থেকে পাইকপাড়া এমনকি কাঁকুড়গাছি থেকে বেহালার রুটে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা রয়েছে। এছাড়া যাদবপুর গড়িয়া ব্যারাকপুর থেকে হাওড়া পর্যন্ত একাধিক বাস চালাবে কর্তৃপক্ষ। তবে লোকাল ট্রেন এবং বাস পরিষেবার পাশাপাশি আশা করা যায় কলকাতা মেট্রোও ঐ দিনগুলিতে বিশেষ পরিষেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। তবে এই সমস্ত কিছু পরিষেবা পরীক্ষার্থীদের কথা ভেবে স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়াবার ব্যবস্থা করা হয়েছে যাতে করে সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কোন পরীক্ষার্থীকেই কোন প্রকার অসুবিধায় যেন পড়তে না হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments