ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট গ্রুপ সি বিভাগের ৮৪২ জন চাকরি প্রার্থীদের মধ্যে ৫৭ জন ব্যক্তির চাকরি বাতিল করে দিয়েছেন। শনিবার দুপুর ১২ টার সময় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এসএসসি এই বিজ্ঞপ্তি জারি করেছেন।
জানা গিয়েছিল এসেছে সুপারিশ পত্র ছাড়াই গ্রুপ সি বিভাগে চাকরি করেছিলেন ৫৭ জন। শুক্রবার এই তথ্য পেয়ে বিচারবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয় প্রকাশ করে সরাসরি প্রশ্ন করেন, এটাও কি শান্তি প্রসাদ সিনহার কাজ? ওই চাকরিজীবীদের সুপারিশপত্র কে দিয়েছেন এই বিষয়ে প্রশ্ন করার সাথে সাথে তিনি শনিবার দুপুর ১২ টার মধ্যে ওই ৫৭ জন ব্যক্তি তালিকা প্রকাশ করার কথা বলেছিলেন।
আদালতের তথ্য অনুযায়ী, ৮৪২ জনের মধ্যে ৭৮৫ জনের কাছে এসএসসির সুপারিশ পত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র রয়েছে। এই ৭৮৫ জনের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অন্যদিকে বাকি ৫৭ জনকে এসএসসি সুপারিশ পত্র দেয়নি বলে জানানো হয়েছিল যার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ওই ৫৭ জনের চাকরি কলকাতা হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হবে। এরপরই এসএসসি নিজের ওয়েবসাইটে ওই ৫৭ জনের চাকরি বাতিল করার বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে ওই ৫৭ জন কারা, তাদের নাম কি এবং রোল নাম্বার কি? সবকিছু প্রকাশ করা হয়েছে। ওই ৫৭ জনের কাছে কমিশনের সুপারিশ পত্র নেই অথচ নিয়োগপত্র রয়েছে, তাই ওই ৫৭ জনকে ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হলো