নিজস্ব প্রতিবেদন : পয়লা ফেব্রুয়ারির সন্ধ্যায় ইস্ট মেট্রোপলিটন ক্লাবে বিধায়ক দেবাশীষ কুমারের উপস্থিতিতে পরিচালক সুদীপ চক্রবর্তী বহু প্রতীক্ষিত ছবি সুবর্ণভূমির মিউজিক ভিডিও ও সিনেমার ট্রেলার লঞ্চ হয়ে গেল । পরিচালক সুদীপের আগের ছবি বরফ দর্শকমহলে যথেষ্ট সারা ফেলেছিল।
সুবর্ণভূমি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বারবার বলছিলেন ছবির বিষয়বস্তুর অনন্যতার কথা। ছবিটি ক্রাইম থ্রিলার হলেও পরিবারের সবাই একসাথে উপভোগ করতে পারবে বলেই পরিচালকের বিশ্বাস। সেদিন সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির কাস্ট এন্ড ক্রিউ।
ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার। এই ছবির মাধ্যমে টলিউডের ডেভিউ করছেন দেবদিপা গাঙ্গুলী। ছবিতে হিরোর ভূমিকায় আমরা দেখতে পাবো টলিউডের অত্যন্ত পরিচিত মুখ অমিতাভ ভট্টাচার্যকে।এছাড়াও অভিনয় করেছেন গৌরব দত্ত, সায়ন ভৌমিক, জয় শঙ্কর প্রমুখ।
সুবর্ণভূমির মিউজিক করেছেন শমীক সিনহা। ছবিতে গান গেয়েছেন নচিকেতা, রুপঙ্কর,সোমলতা। ছবিটি আগামী ২৪ শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আপনার,সকলের কাছের প্রেক্ষাগৃহে । তবে একটা কথা বলতেই হয়, ছবিটা দেখতে গিয়ে আপনার মন যদি থাইল্যান্ড কিংবা ব্যাংককে পৌঁছে যায় তাহলে কিন্তু সেটা উপরি পাওনা বলতেই হবে।